IND vs ENG: 'ইংল্য়ান্ডের ২০ উইকেট তুলতে চাইল কুলদীপকে একাদশে ফেরাও', গিলকে বার্তা মঞ্জরেকরের
India vs England Test: সিরিজের সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্য়ে প্রথম পাঁচে চারজনই ভারতীয় ব্যাটার। কিন্তু বল হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি পেসাররা। বুমরার ওপর অতিরিক্ত চাপ চলে আসছে।

ওভাল: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের (India vs England Test Series) আগেই বিরাট কোহলি ও রোহিত শর্মা এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। আশঙ্কা হয়েছিল যে হয়ত ব্যাটিং বিভাগ ভেঙে পড়বে ইংল্য়ান্ডের পেস সহায়ক উইকেটে। তবে আদতে হয়েছে তার উল্টোটা। সিরিজের সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্য়ে প্রথম পাঁচে চারজনই ভারতীয় ব্যাটার। কিন্তু বল হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি পেসাররা। বুমরার ওপর অতিরিক্ত চাপ চলে আসছে। প্রসিদ্ধ, শার্দুল, কম্বোজরা মেলে ধরতে পারছেন না নিজেদের। এই পরিস্থিতিতে ওভাল সিরিজের শেষ টেস্টের আগে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) একাদশে ঢোকানোর দাবি উঠছে। আর সঞ্জয় মঞ্জরেকরও মনে করেন যে কুলদীপের পঞ্চম টেস্টে দলে ঢোকা ভীষণ গুরুত্বপূর্ণ।
এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, ''ভারতের গোটা সিরিজে অনেক সময় দল বাছাই, প্লেয়ার নির্বাচনের কিছু গলদ ছিল। কিন্তু ওভাল টেস্টে জিতে সিরিজে ড্র করার লড়াই এবার টিম ইন্ডিয়ার সামনে। এটা দ্রুত বুঝতে হবে যে প্রতিপক্ষের ২০ উইকেট তুলতে হবে। তাহলেই একমাত্র ম্য়াচে টিকে থাকা যাবে। বুমরা না খেলা মানে কিন্তু একজন সফল উইকেট টেকার বোলার দলের বাইরে চলে গেল।''
এরপরই মঞ্জরেকর বলেন, ''আমার মতে কুলদীপ যাদবের এই ম্য়াচে একাদশে সুযোগ পাওয়া উচিৎ। তাহলেই ২০ উইকেট তুলতে সামর্থ্য হবে ভারত। ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে বেশি ভাবার কিছু নেই। কারণ জাডেজা ও সুন্দর দারুণ ফর্মে রয়েছে। এই পরিস্থিতিতে কুলদীপ হয়ত শার্দুলের জায়গায় ঢুকে পড়বে একাদশে।''
ডনকে টেক্কা দেওয়ার হাতছানি গিলের সামনে
একটি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে কিংবদন্তি প্রয়াত ডন ব্র্যাডম্য়ানের দখলে। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে এসে ৯৭৪ রান করেছিলেন ডন। তিনি টেক্কা দিয়েছিলেন ওয়ালি হেমন্ডসের ৯০৫ রানের রেকর্ড।
১৯৪৮ সাল পর্যন্ত ব্র্যাডম্য়ান আন্তর্জাতিক ক্রিকেটে রাজ করেছেন। তাঁর কেরিয়ার যে সময়ে ছিল, সেই সময়ও একমাত্র হেয়মন্ডসের সঙ্গেই তাঁর তুলনা চলত। দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে আজ পর্যন্ত সর্বাধিক রানের বিচারে একমাত্র এই দুজনেই ৯০০-র গণ্ডি পেরিয়েছেন।
ব্র্যাডম্য়ানকে টেক্কা দিতে আরও ২৫৩ রান প্রয়োজন হলেও, তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্ক টেলরকে টেক্কা দিতে দু ইনিংসে গিলের প্রয়োজন ১১৮ রান। ১৯৮৯ সালে অ্য়াশেজে মার্ক টেলর ৮৩৯ রান করেছিলেন।




















