Shubman Gill: সিরিজের সেরা হতে চান, ২০ উইকেট তোলার জন্য ঝাঁপাবেন, ঘোষণা টিম ইন্ডিয়ার নতুন অধিনায়কের
India vs England: ২০ উইকেট তুলতে না পারলে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়, টেস্ট দলের অধিনায়ক হিসাবে নিজের নতুন ইনিংস শুরু করার মুখে জানালেন শুভমন গিল।

লিডস: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছিল ভারতীয় দলের। বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া হওয়ার পর প্রশ্নের মুখে পড়েছিল ভারতের কৌশল। বলা হয়েছিল, একটু কি বেশিই রক্ষণাত্মক হয়ে পড়েছে ভারত, যে কারণে ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে গিয়ে বোলার কম খেলানো হচ্ছে?
টেস্ট দলের অধিনায়ক হিসাবে নিজের নতুন ইনিংস শুরু করার মুখে শুভমন গিল (Shubman Gill) সাফ জানিয়ে দিলেন, তিনি অন্তত আগ্রাসী মনোভাব নিয়েই চলতে চান। এবং টেস্টে তাঁর প্রাথমিক লক্ষ্য, বিপক্ষের ২০টি উইকেট দ্রুত তুলে নেওয়া। যে কারণে তিনি চার মূল বোলারকে একাদশে রাখার ইঙ্গিত দিলেন।
শুক্রবার থেকে হেডিংলেতে (India vs England) শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে শুভমন বলেছেন, '২০ উইকেট তুলতে না পারলে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। সে যতই রান করি না কেন। সেটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। তাই এমন আশা করাই যায় যে, আমরা কয়েকজন বিশেষজ্ঞ ব্যাটার খেলালাম। একজন বোলিং অলরাউন্ডার এবং তিন-চারজন প্রথম সারির ফাস্টবোলার বা বিশেষজ্ঞ বোলার।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনজন পেসারকে খেলিয়েছিল ভারত। পঞ্চম বোলারের কাজ চালিয়েছেন কখনও নীতীশ কুমার রেড্ডি, কখনও ওয়াশিংটন সুন্দর। শুভমনের কথায় ইঙ্গিত, অলরাউন্ডার হিসাবে খেলানো হতে পারে শার্দুল ঠাকুরকে।
বর্ডার-গাওস্কর ট্রফির মাঝে ভারতের অধিনায়ক বদল হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য শুভমন গিলের ওপরই পূর্ণ আস্থা, সম্পূর্ণ দায়িত্ব। বৃহস্পতিবার শুভমনের সাংবাদিক বৈঠকে অন্তত বিরাট কোহলি-রবি শাস্ত্রী কিংবা পরে রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় জমানার নির্যাস পাওয়া গিয়েছে।
রাত পোহালেই টেস্ট ম্যাচ। বৃহস্পতিবার নেটে ভারতের প্রথম সারির পেসাররা বল করেননি। যাতে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন। বোলারদের মধ্যে নেটে বল করেন অর্শদীপ সিংহ ও কুলদীপ যাদব। যেটুকু বোঝা গিয়েছে, একাদশের ২-১টি জায়গা নিয়ে এখনও আলোচনা চলছে। ম্যাচের দিন সকালে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত।
অধিনায়কের দায়িত্ব কি শুভমনের ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে? শুভমন নিজে সতর্ক। পরিণত গলায় বলেছেন, 'সত্যি কথা বলতে কী, আমি যখন ব্যাটিং করতে যাব, শুধু ব্যাটার হিসাবেই যাব। ভুলে যেতে চাই যে, আমি দলের অধিনায়ক। তাতে বাড়তি চাপ পড়ে। ক্রিজে যখনই যাব, শুধু ব্যাটার হিসাবেই খেলব। প্রতিপক্ষকে শাসন করতে চাইব। সিরিজের সেরা ব্যাটার হতে চাইব। সেই লক্ষ্যই থাকছে।' যোগ করেছেন, 'আমি খেলার সময় সব সময়ই মনে করি, প্রতিপক্ষরা আমাকে চ্যালেঞ্জ জানাবে। সব প্লেয়ারদেরই জানাবে। তাই কোনও তফাত হবে না।'
ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন। তবে ভারতের টেস্ট দলের নেতৃত্ব যে আলাদা, মেনে নিচ্ছেন তিনি। শুভমন বলেছেন, 'টেস্ট দলের অধিনায়ক হিসাবে ইংল্যান্ডে আসার সুযোগ খুব একটা পাওয়া যায় না। হয়তো বারদুয়েক এই সুযোগ আসে। যদি তোমার প্রজন্মের সেরা ব্যাটার হও, তাহলে বড় জোর তিনবার সেই সুযোগ আসে। আইপিএল তো প্রত্যেক বছর হয়। প্রত্যেক বছরই রান করার সুযোগ থাকে। তাই আমার মতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতা অনেক বড় কৃতিত্বের।'




















