Jasprit Bumrah: আয়ারল্যান্ড সফরেই ভারতীয় দলে ফিরছেন বুমরা-শ্রেয়স?
IND vs IRE: ১৮ থেকে ২৩ অগাস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারতীয় দল।
নয়াদিল্লি: সামনের মাসের ১৮ থেকে ২৩ অগাস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারতীয় দল। ভারতীয় অনুরাগীদের জন্য সুখবর। সেই সিরিজে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আইরিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই সম্ভবত জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন দুই তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শ্রেয়স আইয়ার (Shreays Iyer)।
গত বছরের ২৫ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন বুমরা। তারপর থেকে মাঠের বাইরেই রয়েছেন বুমরা। পিঠের চোটের কারণে গত মার্চে তাঁকে অস্ত্রোপ্রচার করাতে হয়েছিল। তারপর থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব চালাচ্ছেন বুমরা। অনেকদিন ধরেই নেটে অল্প অল্প করে বোলিং করা শুরু করেছেন বুমরা। সদ্য আসা রিপোর্ট অনুযায়ী তিনি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে নিয়মিত আট থেকে ১০ ওভার করে বল করছেন।
এ বছরই ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই মেগাটুর্নামেন্টের আগে অবশ্য়ই বুমরাকে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে দেখার জন্য মুখিয় রয়েছেন সকলে। তবে খবর অনুযায়ী ভারতীয় বোর্ড চায় বুমরা জাতীয় দলে ফেরার আগে ম্যাচ ফিটনেসের প্রমাণ দিন। সেই কারণেই এনসিএ-তে তাঁরকে কিছু অনুশীলন ম্যাচ খেলতেও দেখা যেতে পারে।
বুমরার মতো শ্রেয়স আইয়ারও পিঠের চোটেই মাঠের বাইরে ছিলেন। তিনি বছরের শুরুর দিকে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ শেষবার মাঠে নামেন। তারপর আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, চলতি ক্যারিবিয়ান সফরে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। শোনা যাচ্ছে শ্রেয়সও নাকি আয়ারল্যান্ড সফরেই ফিরতে চলেছেন। তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন বলে খবর। ভারত ও আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অগাস্ট মেলাহাইডে আয়োজিত হবে।
ভারতের ব্যস্ত ক্রীড়াসূচির কথা মাথায় রেখে এই সিরিজের জন্য বেশ কয়েকজন নিয়মত সদস্যকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেই খবর। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে রোহিত শর্মার অনুপস্থিতিতে বারংবার হার্দিক পাণ্ড্য ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এই সিরিজেও সম্ভবত তেমনটাই দেখা যেতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম