India vs Ireland ODI Series: আইরিশদের ৩০৪ রানে গুঁড়িয়ে দিল ভারত, রাজকোটে রেকর্ডের বন্যা
India vs Ireland: কীর্তির নতুন শিখরে ভারতের মহিলা ক্রিকেট দল। ওয়ান ডে ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।
রাজকোট: কীর্তির নতুন শিখরে ভারতের মহিলা ক্রিকেট দল। ওয়ান ডে ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। আয়ার্ল্যান্ডকে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হারালেন স্মৃতি মান্ধানারা। ওয়ান ডে সিরিজও ৩-০ ব্যবধানে জিতে নিল ভারত। হোয়াইটওয়াশ করল আইরিশদের। এর আগে ওয়ান ডে ক্রিকেটে ভারতের বৃহত্তম জয় ছিল আয়ার্ল্যান্ডেরই বিরুদ্ধে। ২০১৭ সালে পোচেসস্ট্রুমে ২৪৯ রানে আয়ার্ল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙে গেল বুধবার।
প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে তুলেছিল ৪৩৫/৫। সেঞ্চুরি স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের। জবাবে আয়ার্ল্যান্ড মাত্র ১৩১ রানে গুটিয়ে গেল। তিন উইকেট দীপ্তি শর্মার। ৩০৪ রানের বিরাট ব্যবধানে জিতল ভারত।
Smiles all around! ☺️
— BCCI Women (@BCCIWomen) January 15, 2025
Scenes right after #TeamIndia sealed a 3-0 series win over Ireland 👌 👌
Scorecard ▶️ https://t.co/xOe6thhPiL#INDvIRE | @IDFCFIRSTBank pic.twitter.com/WDUkJSj3x4
মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন ভারতের অধিনায়ক স্মৃতি (Smriti Mandhana)। বুধবার রাজকোটে আয়ার্ল্যান্ডের (India vs Ireland) বিরুদ্ধে মাত্র ৭০ বলে সেঞ্চুরি করলেন তিনি। ভেঙে দিলেন হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) রেকর্ড। এতদিন হরমনপ্রীতই ছিলেন ভারতীয়দের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালকিন। সেই রেকর্ড ছিনিয়ে নিলেন স্মৃতি। গত বছর বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন হরমনপ্রীত। সেটাই এতদিন পর্যন্ত ছিল ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি। বুধবার মাত্র ৭০ বলে সেঞ্চুরি করলেন স্মৃতি । শেষ পর্যন্ত ৮০ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্মৃতি । সাতটি ছক্কা ও ১২টি বাউন্ডারি মেরেছেন তিনি।
আরও পড়ুন: ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন! ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য গুরু গম্ভীরের?