IPL 2025: ইডেনে আইপিএলের বাড়তি ২ ম্যাচ, সঙ্গে দুই মেগা ইভেন্ট, উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটপ্রেমীরা
IPL At Eden Gardens: কলকাতা নাইট রাইডার্সের সাতটি হোম ম্যাচ তো বটেই, দুটি বাড়তি ম্যাচ পাচ্ছে ক্রিকেটের নন্দনকানন হিসাবে পরিচিত ইডেন গার্ডেন্স।

সন্দীপ সরকার, কলকাতা: বছরভর হা পিত্যেশ করে বসে থাকেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে আধুনিক প্রজন্ম। যাঁরা টি-২০ ক্রিকেট নিয়ে বিশেষ আগ্রহী।
কবে শুরু হবে আইপিএল? ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কবে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)? ইডেনে আইপিএল (IPL 2025) মানে তো শুধু বাইশ গজের লড়াই নয়, ক্রিকেটের সঙ্গে বিনোদনের ককটেল। কেকেআরের ম্যাচ থাকা মানেই যে মাঠে হাজির সকলের নজর বারবার ঘুরে যাবে ইডেন গার্ডেন্সের বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনির দিকে। যেখানে এসে হাজির হবেন কিংগ খান। স্টেডিয়ামের মিউজির সিস্টেমে বেজে উঠবে, 'ঝুমে যো পাঠান...'। আর কানায় কানায় ভরা গ্যালারির উদ্দেশে চুমু ছুড়ে দেবেন শাহরুখ খান।
বাংলার আইপিএল প্রেমীদের জন্য এবার সুখবর। কলকাতা নাইট রাইডার্সের সাতটি হোম ম্যাচ তো বটেই, দুটি বাড়তি ম্যাচ পাচ্ছে ক্রিকেটের নন্দনকানন হিসাবে পরিচিত ইডেন গার্ডেন্স।
রবিবার, ১২ জানুয়ারি মুম্বইয়ে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা (BCCI SGM)। সেখানে নির্বাচিত হলেন বোর্ডের নতুন সচিব ও কোষাধ্যক্ষ। বোর্ড সচিব হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব নিলেন অসম ক্রিকেট সংস্থার দেবজিৎ সাইকিয়া। যিনি বোর্ডের যুগ্মসচিব ছিলেন। জয় শাহর স্থনাভিষিক্ত হলেন তিনি। পাশাপাশি কোষাধ্যক্ষ হিসাবে বিনা লড়াইয়ে নির্বাচিত হলেন ছত্তীসগঢ় ক্রিকেট সংস্থার প্রভতেজ সিংহ ভাটিয়া।
পাশাপাশি রবিবারের বৈঠকে আলোচনা হয় আইপিএল নিয়েও। বৈঠকে হাজির ছিলেন অভিষেক ডালমিয়া সহ আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরাও। আইপিএলের সূচি প্রাথমিকভাবে ঠিক হয়েছে। জানা গিয়েছে, পরের আইপিএল শুরু হচ্ছে ২১ মার্চ, শুক্রবার। উদ্বোধনী ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। যেহেতু কেকেআরই গতবারের ট্রফি জয়ী।
আইপিএলে প্রত্যেক বছর ইডেনে কেকেআরের সাতটি করে হোম ম্যাচ থাকে। তবে এবার বাড়তি আরও ২টি ম্যাচ পড়েছে ইডেনে। যে খবর জানাজানি হতেই বাংলার ক্রিকেটপ্রেমীরা।
গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। সেই কারণে এবার আইপিএলের উদ্বোধনও হবে ইডেনে। কেকেআরের সাতটি হোম ম্যাচই হচ্ছে ইডেনেই। বাড়তি ম্যাচ বলতে, প্লে অফ পর্বে ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ইডেনে। সেই সঙ্গে প্রথা মেনে ফাইনালও হবে ইডেনেই। কেকেআর গতবার ট্রফি জিতেছিল বলেই ফাইনাল হবে নাইটদের ডেরায়।
মাঝে শোনা যাচ্ছিল, ইডেন থেকে কেকেআরের কয়েকটি হোম ম্যাচ সরতে পারে। যদিও রবিবারের বৈঠকে ঠিক হয়েছে, কেকেআরের সাতটি হোম ম্যাচ-সহ মোট ৯টি ম্যাচ হবে ইডেনে। সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলেই যে সিদ্ধান্তে সিলমোহর পড়ে যাওয়ার কথা।
বঙ্গ ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই অপেক্ষা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: এল ক্লাসিকোয় ৫ গোলের ঝড়ে উড়ে গেল রিয়াল মাদ্রিদ, সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
