IND vs IRE Live: ফাস্ট বোলারদের দৌরাত্ম্যের পর রোহিতের হাফসেঞ্চুরি, আয়ার্ল্য়ান্ডকে ৮ উইকেটে হারাল ভারত
India vs Ireland: আয়ার্ল্যান্ড বিরুদ্ধে বিশ ওভারের ফর্ম্যাটে সাতবার মুখোমুখি হয়ে সাত ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল।
LIVE

Background
IND vs IRE Scorecard Live updates: দুরন্ত জয়
৪৬ বল বাকি থাকতেই আট উইকেটে দুরন্ত জয় সুনিশ্চিত করল ভারতীয় দল। রোহিতের অর্ধশতরানের পর ৩৬ রানের অপরাজিত ইনিংসে ভারতের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়লেন ঋষভ পন্থ।
IND vs IRE Live Update: অর্ধশতরান রোহিতের
কঠিন পিচে নিজের ক্লাস দেখালেন রোহিত। ৩৬ বলে করলেন দুরন্ত হাফসেঞ্চুরি। তবে তারপরেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন রোহিত। তিনি হাতে চোট পেয়েছিলেন। সেই কারণেই সম্ভবত মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি।
IND vs IRE Scorecard Live updates: ৫০ রানের গণ্ডি পার
অষ্টম ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। বর্তমান স্কোর ৫২/১। রোহিত শর্মা ৩০ ও ঋষভ পন্থ ১৭ রানে ব্যাট করছেন।
IND vs IRE Live Update: ৫ ওভারে ভারতের স্কোর ৩৩/১
৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৩৩ রান তুলে নিল ভারত। ২২ রান করে অপরাজিত রোহিত শর্মা। ৬ রান করে ক্রিজে আছেন ঋষভ পন্থ।
IND vs IRE Scorecard Live updates: ১ রান করে আউট বিরাট
ভারতের প্রথম উইকেটের পতন। ৫ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ওপেন করতে নেমেই ব্যর্থ হলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
