Ravichandran Aswin: লিঁয়কে টেক্কা দিয়ে শীর্ষে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিনই এখন সবার আগে
World Test Championship: ২০১৯ সাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে কিউয়িদের বিরুদ্ধেই হারতে হয়েছিল ফাইনালে।
পুণে: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। ম্য়াচের প্রথম দিনে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ২৫৯ রানে অল আউট হয়ে গিয়েছে কিউয়ি বাহিনী। ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর এর সঙ্গে সঙ্গেই এক নতুন নজির গড়ে ফেললেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার। নাথান লিঁয়কে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক উইকেটের মালিক এখন অশ্বিনই। পুণে টেস্টের প্রথম ইনিংসে ১৯ ওভারে ৪৮ রানের বিনিময়ে ৩ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন।
২০১৯ সাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে কিউয়িদের বিরুদ্ধেই হারতে হয়েছিল ফাইনালে। দ্বিতীয় টেস্ট চ্য়াম্পিয়নশিপেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেবার হারতে হয় ফাইনালে লর্ডসে। ২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেতাব জয়ের অন্যতম দাবিদার রোহিত বাহিনী। ফাইনালে ওঠার লড়াই যদিও এখনও করতে হচ্ছে। কিন্তু টেস্টে ভারতের সাফল্যের অন্য়তম কারণ রবিচন্দ্রন অশ্বিনের উপস্থিতি। এখনও পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপে ৩৯ ম্য়াচ খেলে ১৮৯ উইকেট নিয়েছেন ভারতের এই তারকা অফস্পিনার। ২০.৭১ গড়। ইনিংসে সেরা সাফল্য ৭১/৭। চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১১ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৯ বার ইনিংসে চার উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
২০১৯-২০২১ টেস্ট চ্যাম্পিয়শিপে ১৪ ম্য়াচে মোট ৭১ উইকেট নিয়েছেন। ১৩ ম্য়াচে ৬১ উইকেট নিয়েছিলেন। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১২ ম্য়াচে ৫৭ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত।
প্রথম টেস্টে পরাজয়ের পরেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন সুন্দর। পুণেতে ভারতীয় একাদশে কুলদীপের জায়গায় তৃতীয় স্পিনার হিসাবে সুযোগও পেয়ে যান তিনি। ১৩২৯ গিন পর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে মাঠে নেমেই প্রতিপক্ষকে কুপোকাত করেন ওয়াশিংটন। তাঁর ৫৯ রানের বিনিময়ে সাত উইকেটের সুবাদেই নিউজ়িল্যান্ডকে ৩০০ রানের নীচে বেঁধে রাখা সম্ভব হল। দ্বিতীয় টেস্টের (IND vs NZ 2nd Test) প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে টিম ইন্ডিয়ার স্কোর ১৬। তবে দুর্ভাগ্যবশত অধিনায়ক রোহিত শর্মার উইকেট খোয়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আপাতত ভারতীয় দল ২৪৩ রান পিছিয়ে রয়েছে।
মীরপুর টেস্টে বাংলাদেশকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে এখন রয়েছে প্রোটিয়া বাহিনীও। তাই ভারতের কাছে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ।