Shastri On Gambhir: সিরিজ হারের পরই ট্রোল শুরু, 'বর্তমান' গম্ভীরের পাশে 'প্রাক্তন' শাস্ত্রী
IND vs NZ: শ্রীলঙ্কার বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজ হারতে হয়েছিল। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হেরেছে ভারত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রোল শুরু হয়ে গিয়েছে গৌতম গম্ভীরকে নিয়ে।
মুম্বই: রোহিতদের (Rohit Sharma) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হওয়ার পরই জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় ছাড়া ঝুলিতে সেই অর্থে কোনও সাফল্য নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজ হারতে হয়েছিল। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হেরেছে ভারত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রোল শুরু হয়ে গিয়েছে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে। কেকেআরের মেন্টর হিসেবে আইপিএল জিতলেও কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলে গিয়েছে। প্রাক্তন ভারতীয় ওপেনারের পাশে দাঁড়ালেন এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও প্রাক্তন অলরাউন্ডার রবি শাস্ত্রী।
পুণে টেস্টে কমেন্ট্রি প্যানেলে ছিলেন শাস্ত্রী। ভারতের হারের পর প্রাক্তন ক্রিকেটার বলছেন, ''নিউজিল্য়ান্ড দুর্দান্ত পারফর্ম করেছে দুটো ম্য়াচেই। অসাধারণ সিরিজ জয় ওদের। এই হার থেকে শিক্ষা নিতে হবে আমাদের। গৌতম সবে সবে কোচিংয়ের দায়িত্ব নিয়েছে এই দলটার। ভারতের মত দেশের সিনিয়র ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব সামলানো অত সহজ কাজ নয়। প্রত্যেকের প্রত্যাশার চাপ থাকে। কোচ হিসেবে ওঁর শুরু হয়েছে সবে। এখনই এভাবে সমালোচনা করা উচিৎ না একদমই। আমি নিশ্চিত ওঁ দ্রুত অনেক কিছু শিখে নেবে।''
বেঙ্গালুরুতে আট উইকেটে সহজ জয়ের পর পুণেতেও ভারতকে ১১৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত করল নিউদজ়িল্যান্ড। ভারতের মাটিতে বিগত তিন দশকের বেশি সময়েও যে দল কোনও টেস্ট ম্যাচ অবধি জেতেনি, সেই দলের এই সিরিজ় জয় যে ঠিক কতটা বড় কৃতিত্বের, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। এই জয় এলও দলের সেরা ব্যাটার কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে। নিউজ়িল্যান্ড সিরিজ় জয়ের পর ল্যাথাম বাহিনীর সর্বত্রই প্রশংসা হচ্ছে। সেই তালিকায় সামিল হলেন সচিন তেন্ডুলকরও।
তাঁর দেশকে হারালেও সচিন কিন্তু নিউজ়িল্যান্ডের এই দুরন্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে বাহবাই দিচ্ছেন। পাশাপাশি এক কিউয়ি তারকার নাম বিশেষভাবে উল্লেখও করেন তিনি। মাস্টার ব্লাস্টার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'ভারতের মাটিতে টেস্ট সিরিজ় জেতাটা যে কোনও সফরকারী দলের জন্যই স্বপ্নের মতো। নিউজ়িল্যান্ড অত্যন্ত ভাল ক্রিকেট খেলে এই স্বপ্ন সত্যি করেছে। এমন সাফল্য একমাত্র ঐক্যবদ্ধভাবে ভাল ক্রিকেট খেললেই সম্ভব। আর ১৩ উইকেট নেওয়া স্যান্টনারের বিশেষভাবে প্রশংসা তো করতেই হবে। এই দুরন্ত কৃতিত্বের জন্য নিউজ়িল্যান্ডকে অনেক অনেক শুভেচ্ছা।'