IND vs NZ: অশ্বিনের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন জাডেজা
Ravindra Jadeja Record: প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, ইশ সোধি ও ম্য়াট হেনরির উইকেট নেন জাডেজা।
মুম্বই: রবিচন্দ্রন অশ্বিন এই নজির গড়েছিলেন। এবার রবীন্দ্র জাডেজাও তাতে ভাগ বসালেন। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এক টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৫০ উইকেট ঝুলিতে পুরলেন তারকা অলরাউন্ডার। সৌরাষ্ট্রের এই অলরাউন্ডার মুম্বই টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত ৪ উইকেট নিয়ে নিয়েছেন। অর্থাৎ ম্য়াচে এখনই ৯ উইকেট জাডেজার ঝুলিতে। রবিবার আরও একটি উইকেট নিলেই দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেওয়ার কৃতিত্বের মালিকও হবেন জাডেজা।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, ইশ সোধি ও ম্য়াট হেনরির উইকেট নেন জাডেজা। তার সঙ্গে সঙ্গেই ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৫০ উইকেটের মালিক হয়ে গেলেন বাঁহাতি ক্রিকেটার। এর আগে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৩ ম্য়াচে ৪৭ উইকেট নিয়েছিলেন জাডেজা।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট পাওয়ার নিরিখেও তৃতীয় স্থানে আছেন জাডেজা। ৬২ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থানে অজি পেসার জস হ্যাজেলউড। তাঁর ঝুলিতে রয়েছ ৫১ উইকেট। রবিবার কিউয়িদের শেষ উইকেটটি পেলে দ্বিতীয় স্থানে উঠে আসবেন জাডেজাও। এমনকী তৃতীয়বার টেস্ট কেরিয়ারে ম্য়াচে ১০ উইকেট নেওয়ার নজিরও গড়বেন।
এদিকে, ঘরের মাঠে সরফরাজ খানের পারফরম্য়ান্সে হতাশ তাঁর বাবা। নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে ভারতের প্রথম ইনিংসে কোনও রান করার আগেই ফেরেন সরফরাজ। নিউজ়িল্যান্ডের স্পিনার আজাজ পটেলের বলে কট বিহাইন্ড হন সরফরাজ। তিনি ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে। রবীন্দ্র জাডেজা আউট হয়ে ফেরার পর। ক্রিজে তাঁর আয়ু ছিল সাকুল্যে ৪ মিনিট।
সরফরাজের খেলা দেখার জন্য গ্যালারিতে ছিলেন বাবা নওশাদ ও ভাই মুশির। নওশাদ আবার সরফরাজের শৈশবের কোচও। তাঁর হাত ধরেই ক্রিকেট মাঠে আসা সরফরাজের। সরফরাজ যে শূন্য় রানে ফিরবেন, ভাবতেই পারেননি তাঁরা। সরফরাজ আউট হতেই তাই স্তম্ভিত, বাকরুদ্ধ হয়ে যান নওশাদ ও মুশির। মুশিরও মুম্বইয়ের হয়ে খেলেন। জাতীয় দলে ঢোকারও দাবিদার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল।
আগের দিন ৮৬/৪ স্কোর নিয়ে খেলতে নেমে শনিবার প্রতিরোধ গড়ে তোলেন শুভমন গিল ও ঋষভ পন্থ। গিল আগের দিন ৩১ রানে অপরাজিত ছিলেন। ৯০ রান করে আউট হলেন শেষে। শুক্রবার ১ রান করে ক্রিজে ছিলেন পন্থ। শনিবার তিনি আউট হন ৬০ রান করে। ভারত প্রথম ইনিংসে ২৬৩ রান বোর্ডে তুলেছিল।