IND vs NZ: সিরিজে হারের পর ভারতের সিনিয়র প্লেয়ারদের পারফরম্য়ান্সকে কাঠগড়ায় তুললেন ইরফান
IND vs NZ Test Series: তা একেবারেই করে তুলতে পারেননি কেউই। এরপরই নিজের সোশ্য়াল মিডিয়ায় ল্যাথাম বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় দলের সিনিয়র প্লেয়ারদের একহাত নিয়েছেন পাঠান।
পুণে: ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে লজ্জার টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে। বিরাট কোহলি, রোহিত শর্মার মত সিনিয়র প্লেয়ারদের পারফরম্য়ান্স নিয়ে প্রশ্নচিহ্ন তুললেন ইরফান পাঠান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার মনে করেন সিনিয়র প্লেয়ারদের উচিৎ ছিল জুনিয়র সামনে নিজেদের দৃষ্টান্ত স্থাপন করার। কিন্তু তা একেবারেই করে তুলতে পারেননি কেউই। এরপরই নিজের সোশ্য়াল মিডিয়ায় ল্যাথাম বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় দলের সিনিয়র প্লেয়ারদের একহাত নিয়েছেন পাঠান।
নিজের সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বিশ্বজয়ী অলরাউন্ডার লিখেছেন, ''নিউজিল্যান্ড দলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় বিশাল প্রাপ্তি। তবে ভারতীয় ক্রিকেটের জন্য আগামী তিন মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিনিয়র প্লেয়ারদের এগিয়ে আসতে হবে। ক্রিকেটের আসল ফর্ম্যাটে নিজেদের উদাহরণ তৈরি করতে হবে। অনেক কিছু ভাবার বিষয় আছে।''
Well done, New Zealand, on winning the series on Indian soil! For Team India, there’s a lot to reflect on. Senior players need to step up and deliver in the ultimate format of the game. The next three months will be crucial for them.
— Irfan Pathan (@IrfanPathan) October 26, 2024
উল্লেখ্য, ভারতকে হারিয়ে বড় প্রাপ্তি হল নিউজ়িল্যান্ডের। কিউয়িদের জয়ের শতকরা হার ৪৪.৪৪ থেকে বেড়ে ৫০ হল। পয়েন্ট টেবিলে এক ধাপ ওপরে উঠল নিউজ়িল্যান্ড। পাঁচ থেকে উঠে এল চার নম্বরে। পয়েন্টের নিরিখে নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা এক জায়গায়। দুই দেশেরই পয়েন্ট ৬০। তবে শ্রীলঙ্কার জয়ের শতকরা হার বেশি। ৫৫.৫৬ শতাংশ। যে কারণে তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা।
পুণেতে হারের পর দলের ব্যাটারদের দিকেই আঙুল তুলেছেন স্বয়ং রোহিত। নিজেও ব্যাট হাতে ২ ম্য়াচের চার ইনিংসে একেবারেই পারফর্ম করতে পারেননি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতকে বলতে শোনা যায়, 'এমটা হবে, তা একেবারেই ভাবিনি। নিউজ়িল্যান্ডকেও বাহবা দিতেই হবে। ওরা আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে। আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছি। ব্যাট হাতে বোর্ডে রান তুলতে পারিনি আমরা। ২০টি উইকেট জিততে গেলে নেওয়া প্রয়োজনীয় অবশ্যই, তবে ব্যাটারদেরও তো রান করতে হবে। ওদের ২৫০ রানে রুখতে পারাটা বড় ব্যাপার ছিল। কিন্তু আমরা জানতাম যে আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।'