IND vs NZ: নির্ধারিত সময়ে হল না টস, ভারত-নিউজিল্য়ান্ড প্রথম টেস্টের প্রথম দিনেই বৃষ্টি বিপত্তি
IND vs NZ 1st Test: সকাল থেকে এতটাই বৃষ্টি যে মাঠ থেকে কভার সরানো সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের নির্ধারিত সময় থেকেও ৩০ মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে।
বেঙ্গালুরু: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। মাত্র ২ দিনে শেষ হয়ে গিয়েছিল কানপুর টেস্ট। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও প্রথম টেস্টের প্রথম দিনেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল। বেঙ্গলুরুর চিন্নাস্বামীতে আজ বুধবার ১৬ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম টেস্ট। কিন্তু নির্ধারিত সময়ে না টস হল, না ম্য়াচ শুরু করা গেল। ভারতীয় সময় সকাল ৯টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে এতটাই বৃষ্টি যে মাঠ থেকে কভার সরানো সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের নির্ধারিত সময় থেকেও ৩০ মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে। আপাতত মাঠের, পরিবেশের যা পরিস্থিতি তাতে কখন ম্য়াচ আয়োজন করা সম্ভব হবে তা বলা যাচ্ছে না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে খেলা শুরু না হওয়ার খবর জানানো হয়েছে। বিসিসিআইয়ের পোস্টে লেখা হয়েছে, ''হ্যালো বেঙ্গালুরু, ভারত বনাম নিউজিল্য়ান্ড প্রথম টেস্টের টস করা যায়নি। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।''
Hello from Bengaluru 👋
— BCCI (@BCCI) October 16, 2024
Toss for the 1st #INDvNZ Test has been delayed due to rain.
Stay tuned for further updates.#TeamIndia | @IDFCFIRSTBank
পরিসংখ্যান এবং ইতিহাস, দুইই কিন্তু ভারতের পক্ষেই। ১৯৫৫ সালে ভারত ও নিউজ়িল্যান্ড প্রথমবার টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে আরও ৬১টি টেস্ট ম্যাচ খেলেছে দুই দল। ভারত এর মধ্যে ৩৫.৪৯ শতাংশ অর্থাৎ ২২টি ম্যাচ জিতেছে। কিউয়িদের ঝুলিতে এসেছে ১৩টি জয়। ২৭টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে রোহিত বাহিনী।
কেমন হবে চিন্নাস্বামীর পিচ?
বেঙ্গালুরুর চিন্নাস্বামীর পিচ কিন্তু বরাবরই ব্যাটারদের স্বর্গরাজ্য। ছোট বাউন্ডারি, পিচে ভাল বাউন্স ব্যাটারদের নিজেদের শট খেলতে সাহায্য করে। এই ম্যাচেও এমন পিচই দেখার সম্ভাবনা। তবে ম্যাচের পাঁচদিনই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশে কিন্তু ফাস্ট বোলাররা খানিক সাহায্য পাবেনই। সেইজন্যই পরিবেশ কেমন হবে তা বুঝতে এবং সেরা একাদশ বাছতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে ম্যাচের দিন সকালেই একাদশ বাছাই করা হবে। তিন স্পিনার না তিন ফাস্ট বোলার, কোন কম্বিনেশনে ভারতীয় দল মাঠে নামবে সেই দিকে থাকবে নজর।