India vs Pakistan Live: নায়ক তিলক, কুলদীপ পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকে ফের এশিয়াসেরা ভারত
India vs Pakistan Asia Cup Final LIVE: টি-২০ ক্রিকেটে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৫টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ভারত ১২ বার জয়ী হয়েছে, পাকিস্তান মাত্র ৩ বার জয়লাভ করতে পেরেছে।
LIVE

Background
দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে এর আগে কখনও ফাইনালে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। এই প্রথমবার ৪১ বছরের টুর্নামেন্টের ইতিহাসে দুটো দল এশিয়া কাপের মঞ্চে ফাইনাল খেলতে চলেছে। চলতি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে এর আগে দুবার মাঠে নেমে দুবারই হেরেছে পাক দল। যদিও বাকি ম্য়াচগুলোয় জয় ছিনিয়ে নিয়েছে তারা। অন্যদিকে ভারতীয় দল এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্য়াচে হারেনি। সুপার ওভারে নিজেদের শেষ ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে ম্য়াচ গেলেও সেখানেও জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।
ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও শুভমন গিল দুর্দান্ত ছন্দে রয়েছেন। চলতি টুর্নামেন্টে একর পর এক ম্য়াচে দাপটের সঙ্গে খেলে গিয়েছে ভারতের টপ অর্ডার। এছাড়া ভারতীয় বোলিং ডিপার্টমেন্টে বুমরা, কুলদীপরা গোটা টুর্নামেন্টে প্রতিপক্ষ শিবিরকে বেশ চাপে রেখেছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচের আগে একটা চিন্তা ভারতীয় শিবিরে দানা বাঁধছে। তা হল হার্দিক পাণ্ড্য ও অভিষেক শর্মার চোট। শ্রীলঙ্কা ম্য়াচের পর সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল দুই তারকার চোট নিয়েই আপডেট দেন।
তিনি বলেন, 'উভয়েরই ক্র্যাম্পে ভুগছিল। হার্দিকের বিষয়টা আমরা আজকের রাত ও কালকে দেখব। তারপরই আমরা ওর বিষয়ে সিদ্ধান্ত নেব। দুইজনেরই টান লেগেছে। তবে ওদের মধ্যে অভিষেক এখন ঠিক রয়েছে।' শুক্রবার ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি নিয়মরক্ষারই ছিল। ভারতীয় দল আগেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল, আর শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। তবে আপাত অর্থে গুরুত্বহীন এই ম্যাচেই এবারের এশিয়া কাপে সবথেকে টানটান লড়াই হল।
India vs Pakistan Live: অনবদ্য তিলক
চার মেরে ফিনিশ করলেন রিঙ্কু। ৫৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে অপরাজিত রইলেন তিলক বর্মা।
IND vs PAK Live: দুবে আউট
দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। এক ছক্কা মেরে জয় প্রায় সুনিশ্চিত করে ফেলার লক্ষ্যে ছিলেন শিবম দুবে। তবে ১৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ধরা দিলেন তিনি। ভাঙল ৬০ রানের পার্টনারশিপ। ৩৩ রানে ফিরলেন দুবে। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ১০ রান।




















