IND vs PAK: 'ওদের জন্মলগ্ন থেকেই প্রমাণ করতে হচ্ছে ওরা ভারতীয়', ভারত-পাক ম্যাচের আগেই ফের বিস্ফোরক আফ্রিদি
Shahid Afridi: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে শিখর ধবনরা শাহিদ আফ্রিদিদের পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় আফ্রিদির তরফে 'পচা ডিম' বলে কটূক্তি ভেসে এসেছিল।

নয়াদিল্লি: সপ্তাহান্তেই এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত ও পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হতে চলেছে। পহেলগাঁও আক্রমণের পর এই প্রথমবার দুই পড়শি দেশের সিনিয়র ক্রিকেট দল ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচে ভারতের খেলা উচিত না অনুচিত, তা নিয়ে তর্ক-বিতর্ক, প্রতিবাদ চলছেই। এরই মাঝে ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজিত হচ্ছে। তবে দিনকয়েক আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে শিখর ধবন, সুরেশ রায়না, ইরফান পাঠান, হরভজন সিংহরা রিপোর্ট অনুযায়ী শাহিদ আফ্রিদিদের পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরেই বাতিল হয় সেই খেলা। শিখর তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও লিখেছিলেন পহেলগাঁও আক্রমণের পর পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন না। সেই সময় আফ্রিদির তরফে 'পচা ডিম' বলে কটূক্তি ভেসে এসেছিল। এবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রতিযোগিতামূলক ম্যাচের আগে ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি।
যে কোনও পরিস্থিতিতে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উচিত দাবি করার পরেই শাহিদ আফ্রিদিকে বলেন সম্প্রতি এক সক্ষাৎকারে বলতে শোনা যায়, 'আমি এখন নাম করলে, ওরা বেচারা ফেঁসে যাবে। আমি যাকে পচা ডিম বলেছিলাম, ওর অধিনায়কও ওকে তখন বলেছিল যে তুমি ম্যাচ খেলতে না চাইলে ম্য়াচ খেল না। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট কর না। তবে সে তো প্রচ্ছন্ন মনোভাব নিয়েই এসেছিল। সেই কারণেই আমি ওকে পচা ডিম বলেছিলাম।'
আফ্রিদি আরও যোগ করেনস, 'ভারতে অনেক সমস্যা আছে। (লোকজন) বাড়িতে পৌঁছে যায়, খেলোয়াড়দের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নিজেদের ভারতীয় হিসাবে প্রমাণ করছে। বেচারাদের জন্মলগ্ন থেকে নিজেদের ভারতীয় হিসাবে প্রমাণ করতে হচ্ছে। এখন তো ওরা আবার এশিয়া কাপে ধারাভাষ্য দিচ্ছে।'
এই প্রথমবার নয়, অতীতেও কিন্তু শাহিদ আফ্রিদিকে ভারত প্রসঙ্গে না না কুমন্তব্য করতে শোনা গিয়েছিল। পহেলগাঁও আক্রমণ ও তাঁর পরিপ্রেক্ষিতে 'অপারেশন সিঁদুর'-র পরেও আফ্রিদি ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে সোশ্যাল মিডিয়ায় তাঁর ও শিখর ধবনের মধ্যে কথা কাটাকাটি হয়। ফের একবার তেমনই এক মন্তব্য করলেন শাহিদ আফ্রিদি।




















