India vs Pakistan: ফুটছে ভারত, ফের পাকিস্তান অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক না করেই টসের পর ফিরলেন সূর্যকুমার
Asia Cup Super Four: জোর জল্পনা চলছিল, ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন সুপার ফোরের ম্যাচে কী হয় তা নিয়ে। রবিবার এশিয়া কাপে ফের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ফের বাইশ গজে ভারত বনাম পাকিস্তান।

দুবাই: মাত্র এক সপ্তাহ আগের ঘটনা। ১৪ সেপ্টেম্বর, রবিবার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। পহেলগাঁওয়ে জঙ্গি হানা ও তার জবাবে ভারতের অপারেশন সিঁদুরের পর সেটাই ছিল ক্রিকেট মাঠে প্রথমবার ভারত-পাক দ্বৈরথ। বাইশ গজে পাকিস্তানের বিরুদ্ধে আদৌ খেলা উচিত কি না, তা নিয়ে যখন তোলপাড় হয়েছিল গোটা দেশ, তখন মাঠে বেনজিরভাবে পাকিস্তানকে বার্তা দেন ভারতীয় ক্রিকেটারেরা। মাঠের লড়াইয়ে একপেশেভাবে পাকিস্তানকে হারানোর পাশাপাশি পাক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাত না মিলিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন সূর্যকুমার যাদবরা। টসের পর, পরে ম্যাচ শেষ হতে - কোনওবারই পাক শিবিরের কারও সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটারেরা।
তারপর থেকেই জোর জল্পনা চলছিল, ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন সুপার ফোরের ম্যাচে কী হয় তা নিয়ে। রবিবার এশিয়া কাপে ফের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ফের বাইশ গজে ভারত বনাম পাকিস্তান। যে ম্যাচের আগে সকলেই কৌতূহলী ছিলেন, ফের পাক শিবিরকে এড়িয়ে যাবেন ভারতীয় ক্রিকেটারেরা? সূর্যকুমার যাদব কি পাক অধিনায়ক আঘা সলমনের সঙ্গে হাত মেলাবেন, নাকি উল্টো পথে হাঁটা দেবেন? ছবিটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা ছিল টসের পরই।
🚨 Toss & Playing XI Update 🚨#TeamIndia elected to bowl in their first game of #Super4.
— BCCI (@BCCI) September 21, 2025
Here's our line-up for today 🔽
Updates ▶️ https://t.co/CNzDX2HcvN#AsiaCup2025 pic.twitter.com/NfLpdZkGGd
তবে ছবিটা বদলাল না। ফের টসের পর পাক অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন সূর্যকুমার যাদব। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেই উল্টো পথে হাঁটা দেন সূর্য। আঘা সলমনকে দাঁড় করিয়ে রেখে।
পাকিস্তান শিবিরও যেন তৈরি ছিল। সলমন আঘাকেও করমর্দনের জন্য খুব একটা উৎসুক দেখায়নি। টসের পর নিজেদের সিদ্ধান্ত জানিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করেন স্কাই। তবে কয়েক কদম গিয়েই পিছিয়ে আসেন তিনি। অনেকে রুদ্ধশ্বাসভাবে তাকিয়ে ছিলেন, সূর্যকুমার প্রতিপক্ষ অধিনায়কের দিকে হাত বাড়িয়ে দেন কি না দেখার জন্য।
তবে সূর্য নীচু হয়ে কিছু একটা কুড়িয়ে নেন। তারপরই গটগট করে হাঁটা দেন ড্রেসিংরুমের দিকে। ফের উপেক্ষার বার্তা দিয়ে।




















