Asia Cup: দেশের প্রধান ফ্রন্ট ফুটে খেললে... মোদিকে কুর্নিশ সূর্যকুমারের, পাকিস্তানকে তীব্র কটাক্ষ!
India vs Pakistan: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুর্নিশ করলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সটান জানিয়ে দিলেন, দেশের প্রধানমন্ত্রী যদি ফ্রন্ট ফুটে খেলেন, তাহলে গোটা দেশ আরও উজ্জীবিত হয়।

দুবাই: ভারতের হাতে ফের নাস্তানাবুদ পাকিস্তান। যুদ্ধক্ষেত্রে ভারতের কাছে কোণঠাসা হয়েছিল। খেলার মাঠেও ভারতেরই শাসন। অপারেশন সিঁদুরের পর ফের পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে বড় সাফল্য ভারতের। ক্রিকেটের বাইশ গজে একই টুর্নামেন্টে তিন-তিনবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারত জিতে নিল এশিয়া কাপ (Asia Cup 2025)। যে জয়ের পর অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে পাকিস্তানকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুর্নিশ করলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সটান জানিয়ে দিলেন, দেশের প্রধানমন্ত্রী যদি ফ্রন্ট ফুটে খেলেন, তাহলে গোটা দেশ আরও উজ্জীবিত হয়।
এশিয়া কাপে ভারতের জয় দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের জ্বালা বাড়িয়ে তিনি অভিনন্দন জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলকে। খোঁচা দিলেন অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলেও। নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লেখেন, 'খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফল যদিও সেই এক। ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের অনেক অভিনন্দন।'
ঘটনা হচ্ছে, এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পরই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সেই সাফল্য উৎসর্গ করেছিলেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে। সেই সঙ্গে ভারতের সশস্ত্র সেনাবাহিনিকেও। সূর্যকুমার অপারেশন সিঁদুরের প্রসঙ্গও তুলেছিলেন। যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে নালিশ করে। সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছিল আইসিসি-র তরফে, এমনও শোনা গিয়েছিল।
এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সেই অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলেই পাকিস্তানের যন্ত্রণা বাড়ালেন প্রধানমন্ত্রী। যা নিয়ে সংবাদসংস্থা এএনআইকে সূর্যকুমার বলেছেন, 'দেশের প্রধান ফ্রন্ট ফুটে খেললে খুব ভাল লাগে। মনে হচ্ছে যেন উনিই আমাদের হয়ে রান করে দিয়েছেন। যখন স্যর সামনে দাঁড়িয়ে রয়েছেন, ক্রিকেটারেরা এমনিতেই স্বাধীনভাবে খেলবে। সবচেয়ে বড় কথা হল গোটা দেশ উৎসব করছে। ভারতে ফিরলে আরও ভাল লাগবে। আমরা আরও ভাল কিছু করার অনুপ্রেরণা পাব।'
ভারতের জয় দেখে উচ্ছ্বসিত অমিত শাহও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, 'অসাধারণ জয়। আমাদের ছেলেদের অসাধারণ প্রাণশক্তি প্রতিপক্ষদের আবার উড়িয়ে দিল। ভারতের কপালে জয় লেখা, সেটা যে মাঠেই হোক না কেন।'
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরল হ্যাটট্রিক করে ট্রফি জিতল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে তিনবারের সাক্ষাতে তিনবারই জিতল ভারত। তফাত বলতে, আগের দুই ম্যাচের মতো রবিবারের ফাইনাল একপেশে হয়নি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তানকে ২ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড নবম এশিয়া কাপ ঘরে তুলল ভারত।




















