Virat Kohli Century: বাইরের কথায় কান দিই না, সেঞ্চুরিতে পাকিস্তানকে ধ্বংস করে উঠে বলছেন কোহলি
India vs Pakistan: ওয়ান ডে ক্রিকেট থেকে কোহলির অবসর নেওয়া উচিত বলে জোর চর্চা চলছিল। কোহলির ব্যাটে ধারাবাহিকতার অভাব সমালোচনাকে আরও তীব্র করেছিল।

দুবাই: আট বছর আগে ওভালে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতেছিল পাকিস্তান। সেই জ্বালার উপশম হল দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-তে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সেই সঙ্গে সরু সুতোয় ঝুলে গেল টুর্নামেন্টে আয়োজক দেশ পাকিস্তানের ভাগ্য।
রবিবার পাক-বধের নায়ক ফের বিরাট কোহলি (Virat Kohli)। চিরপ্রতিদ্বন্দ্বীদের দেখলেই যিনি জ্বলে ওঠেন। ১১১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে যিনি ভারতের জয়ের রাস্তা গড়ে দিলেন। ম্যাচের সেরাও হয়েছেন কোহলি।
ম্যাচের শেষে বিরাট বলছেন, 'সত্যি কথা বলতে কী, গুরুত্বপূর্ণ এরকম ম্যাচে এভাবে ব্যাট করে দলের যোগ্যতা অর্জনে অবদান রাখতে পারলে ভাল লাগে। রোহিত দ্রুত আউট হয়ে গিয়েছে, এরকম ম্যাচে রান পেলে ভাল অনুভূতি হয়। আগের ম্যাচ থেকে কী শিখেছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার কাজ ছিল স্পিনারদের বিরুদ্ধে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করা। শেষের দিকে শ্রেয়স আগ্রাসী ব্যাটিং করল। আমিও কয়েকটা বাউন্ডারি পেয়ে গেলাম।'
ওয়ান ডে ক্রিকেট থেকে কোহলির অবসর নেওয়া উচিত বলে জোর চর্চা চলছিল। কোহলির ব্যাটে ধারাবাহিকতার অভাব সমালোচনাকে আরও তীব্র করেছিল। যদিও সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়ে কোহলি সাফ বলে দিচ্ছেন, 'আমি এভাবেই ওয়ান ডে ক্রিকেট খেলি। আমি নিজের খেলাটা খুব ভাল বুঝি। বাইরের কথায় কান দিই না। নিজের জগতে থাকি। নিজের প্রাণশক্তি ও চিন্তাভাবনার যত্ন নিই।'
কোহলি আরও বলেছেন, 'প্রত্যাশার চাপে পড়ে যাওয়াটা খুব সহজ। আমার কাজ হল বর্তমানে থাকা আর দলের জন্য সঠিক কাজটা করা। আমি মাঠে প্রত্যেক বলে ১০০ শতাংশ দিতে চাই। সেটাই নিজেকে বলি। তাহলেই ঈশ্বর পুরস্কার দেবেন। স্বচ্ছতা থাকা গুরুত্বপূর্ণ। এটা বোঝা জরুরি ছিল যে, বলের গতি থাকতে থাকতে রান করতে হবে। তা না হলে স্পিনাররা দাপট দেখাতে শুরু করবে।'
আরও পড়ুন: আইপিএলের এক মাস আগে প্রস্তুতি শুরু কেকেআরের, কারা যোগ দিলেন অনুশীলনে?
সতীর্থ শুভমন গিলেরও প্রশংসা করেছেন কোহলি। বলেছেন, 'শুভমন শাহিনের বিরুদ্ধে খুব ভাল খেলেছে। ওকে আক্রমণ করেছে। এই জন্যই ও বিশ্বের এক নম্বর ব্যাটার। পাওয়ার প্লে-তে ৬০-৭০ রান করাটা জরুরি ছিল। তা না হলে গোটা রান তাড়া করার পর্বে চাপে থাকতে হতো। চার নম্বরে শ্রেয়স নিজের খেলাটা খেলছে। ভারতের মাটিতে ভাল খেলেছিল, এখানেও ভাল খেলছে।'
আরও পড়ুন: শুভমন বোল্ড হতেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে বিতর্কে পাকিস্তানের স্পিনার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
