India vs Pakistan Score LIVE: আজকের মত খেলা স্থগিত, আগামীকাল ফের শুরু সুপার ফোরের ভারত-পাক লড়াই
IND vs PAK Asia Cup 2023 LIVE: নেপালের বিরুদ্ধে ম্যাচে না খেললেও, পাকিস্তান ম্যাচের আগে ফের একবার ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন তারকা বোলার যশপ্রীত বুমরা।

Background
কলম্বো: পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান (IND vs PAK) গ্রুপ পর্বের দ্বৈরথ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। রবিবার কলম্বোয় এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সেখানেও কাঁটা বৃষ্টি। বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ভারত-পাক ম্যাচ রবিবার করা না গেলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে সোমবার। তা নিয়ে বিতর্কও হচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন শুধু ভারত-পাক ম্যাচেরই রিজার্ভ ডে থাকবে।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল দেখে নিতে চাইবে, কে এল রাহুল কতটা ম্যাচ ফিট হয়েছেন। ভারতীয় শিবির সূত্রে যা ইঙ্গিত, তাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে রাহুলকে। যিনি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেননি। চোট পুরোপুরি না সারায়। তবে বিশ্বকাপের আগে হাতে সময় কম আর সেই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে রাহুলকে খেলিয়ে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
পাশাপাশি যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরে ওয়ান ডে ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন বল করেন, সেটা দেকে নিতেও মুখিয়ে থাকবে ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে বল করার সুযোগই পাননি বুম বুম বুমরা। আর নেপালের বিরুদ্ধে তিনি খেলেননি। প্রথম সন্তান জন্মানোর সময় স্ত্রী সঞ্জনার পাশে থাকবেন বলে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন।
মার্চ মাসে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন রাহুল। জুলাই মাসে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন বুমরা। এখন প্রশ্ন হচ্ছে, রাহুল খেললে বসবেন কে? উইকেটকিপার হিসাবে খেলা ঈশান কিষাণ টানা চার ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ঝলসে উঠেছিল তাঁর ব্যাট। তবে রাহুল খেললে ঈশানের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
পাল্লেকেলেতে যেটুকু খেলা হয়েছিল, তাতে পাক পেসারদের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের লড়াই জমে উঠেছিল। কলম্বোতেই ফের টানটান এক লড়াইয়ের অপেক্ষা।
India vs Pakistan LIVE: আজকের মত স্থগিত খেলা, ভারত-পাক ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে
আজকের মত খেলা স্থগিত। আগামীকাল ভারতীয় সময় বিকেল ৩ থেকে ফের শুরু হবে খেলা।
IND vs PAK LIVE: ৩৪ ওভারের ম্যাচ
রাত ৯ থেকে শুরু ম্যাচ। ৫০ ওভারের বদলে ৩৪ ওভারের ম্যাচ হবে। যদি বৃষ্টি ফের শুরু হয়, তবে যেখানে খেলা আজ শেষ হবে, আগামীকাল সেখান থেকেই ফের শুরু হবে।




















