India vs Pakistan LIVE: অবিশ্বাস্য বোলিং বুমরার, পাকিস্তানকে ৬ রানে হারিয়ে বিশ্বকাপে ছুটছে ভারতের অশ্বমেধ
T20 World Cup 2024, IND vs PAK Live Score: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত মোট আটবার মুখোমুখি হল ভারত-পাকিস্তান। তার মধ্য়ে ৭ বারই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।

Background
নিউ ইয়র্ক: এই প্রথমবার ভারত-পাক ম্য়াচে আলোচনার কেন্দ্রে বারবার উঠে আসছে পিচ। আগের ম্য়াচের পাকিস্তানের শক্তিশালী পেস অ্যাটাক বুমেরাং হয়ে গিয়েছিল। হ্যারিস, নাসিমরা কেউই ছন্দে ছিলেন না। সুপার ওভারে ১৮ রান খরচ করেছিলেন অভিজ্ঞ মহম্মদ আমির। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে কতটা বেগ দিতে পারবেন এই ত্রয়ী, সন্দেহ থেকেই যাচ্ছে। এই মাঠেই নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচটি হয়েছিল। লো স্কোরিং ম্য়াচ দেখা গিয়েছে। এমনকী ১০৪ রান তাড়া করতে নেমেও রীতিমত খেই হারিয়ে ফেলেছিলেন ডাচ ব্যাটাররা। ফলে স্লো পিচে বড় রান যে বোর্ডে না ওঠার সম্ভাবনাই বেশি, তার আন্দাজ করাই যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত মোট সাতবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তার মধ্য়ে ৬ বারই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। একমাত্র ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই ম্য়াচে বাবর-রিজওয়ানের ব্যাটে জয় পেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই ম্যাচটি বাদ দিকে ভাঁড়ার রীতিমত শূন্য় পাক দলের।
ভারতীয় দলের পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না দ্রাবিড়-রোহিত জুটি। তবে বাবরদের বিরুদ্ধে কুলদীপ যাদবকে খেলানোর একটা পরিকল্পনা দলে চলছিল। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড রয়েছে চায়নাম্য়ানের। সেক্ষেত্রে যদি শেষ মুহূর্তে একাদশে কুলদীপ ঢোকেন, তবে অক্ষর পটেলকে হয়ত বসানো হবে বেঞ্চে। অন্য়দিকে পাকিস্তান শিবিরে একটি বদল হতে পারে। শাদাব খানের বদলে দলে আসতে পারেন সইম আয়ুব।
Ind vs Pak Live: ৬ রানে পাকিস্তানকে হারাল ভারত
নাটকীয় ম্যাচে ৬ রানে পাকিস্তানকে হারাল ভারত। পরপর ২ ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।
IND vs PAK Live Score: পাকিস্তানের সপ্তম উইকেটের পতন
পাকিস্তানের সপ্তম উইকেটের পতন। ফিরলেন ইমাদ ওয়াসিমও। ৫ বলে ১৮ দরকার পাকিস্তানের।




















