U19 Asia Cup: জীবনের প্রথম পাকিস্তান ম্যাচ খেলতে নেমে দুরন্ত ক্যাচ, ভাইরাল বাংলার যুধাজিৎ
India vs Pakistan: ম্যাচের পরেও বেশি আলোচনা চলছে যুধাজিতের নেওয়া একটি ক্যাচ নিয়ে। মহম্মদ আমনের সঙ্গে যে রিলে ক্যাচে পাকিস্তানের হারুন আর্শাদকে ড্রেসিংরুমের রাস্তা দেখান তিনি।
দুবাই: জীবনে প্রথমবারের মতো নেমেছিলেন বাইশ গজে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে (U19 Asia Cup) ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ম্যাচ হেরে গেলেও নজর কাড়লেন বাংলার যুধাজিৎ। বল হাতে ১০ ওভারে একটি মেডেন-সহ ৪৬ রান দিয়ে নিলেন এক উইকেট। ব্যাট হাতে করলেন লড়াকু অপরাজিত ১৩ রান। শেষ উইকেটে ৪৮ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন।
তবে ম্যাচের পরেও বেশি আলোচনা চলছে যুধাজিতের নেওয়া একটি ক্যাচ নিয়ে। মহম্মদ আমনের সঙ্গে যে রিলে ক্যাচে পাকিস্তানের হারুন আর্শাদকে ড্রেসিংরুমের রাস্তা দেখান তিনি। সেই ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বলছেন, টুর্নামেন্টের সেরা ক্যাচ হয়ে যেতে যেতে পারে এটি।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন ভারতের অনিয়মিত স্পিনার আয়ুষ মাত্রে। দ্বিতীয় উইকেটও নেন তিনিই। সেই দ্বিতীয় উইকেটটির নেপথ্যেই যুধাজিৎ ও আমনের টিমওয়ার্ক। তিন নম্বরে নামা পাকিস্তানের ডানহাতি ব্যাটার হারুন আর্শাদ স্লগ সুইপ শট খেলেছিলেন। ব্যাটের ওপরের কানায় লেগে বল উপরে উঠে যায়। অধিনায়ক মহম্মদ আমন পিছন দিকে দৌড়চ্ছিলেন। বল তাঁর নাগালের বাইরে পড়ছে দেখে শরীর শূন্যে ভাসিয়ে দেন। তবে তাঁর হাত থেকে বল বেরিয়ে যায়। বাউন্ডারি লাইন থেকে সেই ক্যাচের জন্য এগিয়ে আসছিলেন যুধাজিৎও। আমনকে দেখে থেমে যান। তবে তৎপর ছিলেন। আমনের হাত থেকে বল বেরিয়ে যেতেই ডাইভ দিয়ে ক্যাচ ধরেন যুধাজিৎ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Teamwork makes the dream work 😅
— Sony Sports Network (@SonySportsNetwk) November 30, 2024
Mohamed Amaan 🤝 Yudhajit Guha 💥 #SonySportsNetwork #NextGenBlue #AsiaCup #NewHomeOfAsiaCup #INDvPAK pic.twitter.com/0u5PMaQdzA
পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চলতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচে ভারতকে ৪৩ রানে হারাল। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৭.১ ওভারে ২৩৮ রানে অল আউট হয়ে যায়। আইপিএল নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকা দাম পাওয়া ১৩ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ১ রান করে ফেরেন তিনি। ৯ বল খেলে। অলরাউন্ডার নিখিল কুমার ৬৭ রান করেন।
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে