IND vs PAK: ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াই আয়োজিত হবে এবারের এশিয়া কাপ?
Asia Cup 2025: এ বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজিত হতে পারে বলে খবর।

নয়াদিল্লি: এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভারতীয় দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রাজি বলেই শোনা যাচ্ছে। খবর অনুযায়ী ভারত সরকারের তরফে বিসিসিআইকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। এর ফলে অবশেষে এই টুর্নামেন্ট নিয়ে জট কাটবে বলে আশা করা যায়।
সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজিত হতে পারে বলে খবর। ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় ভারতীয় দলের এশিয়া কাপে অংশগ্রহণ ঘিরে সংশয় তৈরি হয়েছিল। বিসিসিআইয়ের তরফে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সরকারের তরফে অনুমতি না মিললে তারা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারবে না।
তবে সম্প্রতি মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন শীঘ্রই ন্যাশনাল স্পোর্টস গর্ভনেন্স বিল আনা হবে। পাশাপাশি তিনি এও জানান যে ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়ায় একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। শোনা যাচ্ছে সম্ভাব্য সূচি অনুযায়ী ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর, দুইবার মাঠে নামতে পারে।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাণ্ডব্য় বলেন, 'আমাদের স্ট্যান্ড তো স্পষ্ট। ক্রিকেট হোক, হকি বা অন্য কোনও খেলা, আন্তর্জাতিক স্তরে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা নেই। তবে দ্বিপাক্ষিক ম্যাচের ক্ষেত্রে তো সকলেই সরকারের অবস্থান জানেন।'
প্রাথমিকভাবে এবারের এশিয়া কাপ আট দলের মধ্যে খেলার কথা ছিল। তবে শোনা যাচ্ছে সেই সংখ্যা কমিয়ে ছয় করা হতে পারে। সেক্ষেত্রে ওমান এবং হংকং টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে। টুর্নামেন্টে অংশ নিতে পারে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহিই এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হতে পারে। এছাড়া হাইব্রিড মডেলে হতে পারে এশিয়া কাপ। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।
এর আগে জানা গিয়েছিল, যে এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা ১২ সেপ্টেম্বর থেকে। চলার কথা ২৮ তারিখ পর্যন্ত। গত বছর ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক চুক্তি হয়েছিল। যেখানে উল্লেখ ছিল দুটো দেশই একে অপরের ভেন্যুতে খেলবে না। সেক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে খেলবে। যেই চুক্তি অনুযায়ী এশিয়া কাপ আগের বারও ভারত পাকিস্তানে গিয়ে খেলেনি। সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতেই খেলেছিল। এবারও কিন্তু তেমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল।



















