FC Barcelona: মেসির জার্সির নতুন উত্তরসূরি, বার্সেলোনার নতুন দশ নম্বর হলেন লামিন ইয়ামাল
Lamine Yamal: সদ্যই ১৮-এ পা দেওয়া লামিন ইয়ামালের এটি বার্সেলোনা ক্লাবের সিনিয়র দলের হয়ে চতুর্থ পৃথক জার্সি নম্বর।

বার্সেলোনা: ২০২১ সালে অশ্রুজলে প্রিয় বার্সেলোনাকে (FC Barcelona) বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসি । তারপর তাঁর দশ নম্বর জার্সি পেয়েছিলেন আনসু ফাতি। তবে আসন্ন মরশুম থেকে ফের একবার এক ছোটখাট চেহারারা বাঁ পায়ের ফুটবলারকে বার্সার বিখ্যাত দশ নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে। তিনি আর কেউ নন, লামিল ইয়ামাল (Lamine Yamal)।
সদ্যই ইয়ামাল ১৮ বছরে পা দিয়েছেন। তিনি অতীতে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ফাতি ক্লাবে থাকাকালীন তিনি তাঁর থেকে ১০ নম্বর জার্সি ছিনিয়ে নিতে চাননি। তবে এ মরশুমে ফাতিকে এএস মোনাকোতে লোনে পাঠানো হয়েছে। মোনাকোর সামনে সেই চুক্তি পাকাপাকি করারও সুযোগ রয়েছে। এবার ফাতির অনুপস্থিতিতে তাই ইয়ামালের গায়ে চাপতে চলেছে বার্সেলোনার ১০ নম্বর জার্সি। এই নম্বরের জার্সি পরেই এক সময় রোনাল্ডিনহো, রিভাল্ডো, মারাদোনার মতো কিংবদন্তি ফুটবলাররা বার্সার হয়ে খেলেছেন। সেই ঐতিহাসিক জার্সি নম্বরেই খেলবেন ইয়ামাল।
এটি বার্সায় ইয়ামালের চতুর্থ পৃথক জার্সি নম্বর। ২০২২-২৩ সালে নিজের অভিষেক মরশুমে ইয়ামালের জার্সি নম্বর ছিল ৪১ । পরের মরশুমে তা ২৭-এ নামে। গত বছর ইয়ামালের জার্সি নম্বর ছিল ১৯ ছিল। আর এই বছর অনেকটা মেসি যেমন করেছিলেন, ১৯ থেকে ১০ নম্বরে তাঁর জার্সি বদল হল । বার্সার তরফে ইতিমধ্যেই দলের নতুন ১০ নম্বর জার্সিধারী হিসাবে ইয়ামালের কথা সরকারিভাবে ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করা হয়েছে।
Our new No. 10 pic.twitter.com/OtaCSGPj6t
— FC Barcelona (@FCBarcelona) July 16, 2025
বয়স ১৮ হলেও, ইতিমধ্যেই ইয়ামাল নিজেকে বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বার্সার হয়ে শতাধিক ম্য়াচ খেলে ২৫টি গোল করেছেন তিনি। স্পেনের হয়ে জিতেছেন উয়েফা ইউরো । তিনি বার্সার হয়ে নতুন চুক্তিও সই করেছেন। শোনা যাচ্ছে নতুন চুক্তি অনুযায়ী ইয়ামাল এই বয়সেই দলের সর্বাধিক বেতনপ্রাপ্ত ফুটবলার হতে চলেছেন।
এমন পরিস্থিতিতে ঐতিহাসিক জার্সি নম্বর পরে মাঠে নামা ইয়ামালের কাঁধে কিন্তু গুরুদায়িত্বও থাকবে। ইতিমধ্যেই তরুণ ইয়ামাল দুই লা লিগা, এক কোপা দেল রে এবং এক স্প্যানিশ সোপারকোপা জিতেছেন বার্সার হয়ে। কাতালান ক্লাবের হয়ে আসন্ন দিনে আরও সাফল্য পাওয়া, বিশেষত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নিয়েই তিনি মাঠে নামবেন।






















