India vs South Africa T20 Live: বরুণের স্পিন ভেল্কি সত্ত্বেও স্টাবস-কোয়েৎজ়ার দৌলতে সিরিজ়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা
India vs South Africa T20 News Live Updates: চার ম্যাচের সিরিজ়ে আপাতত ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল।
LIVE
Background
গকেবেরহা: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা দারুণ করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে রূদ্ধশ্বাস ম্য়াচে জয়ের পর ঠিক যেখানে শেষ করেছিল টিম ইন্ডিয়া। সেখান থেকেই ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ৬১ রানে জয়। সূর্যকুমারের দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এই মুহূর্তে। চার ম্য়াচের সিরিজে আজ দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে মেন ইন ব্লুজ।
প্রথম ম্য়াচে দাপটের সঙ্গে খেলেছে ভারতীয় দল। ব্য়াট হাতে সঞ্জু স্যামসন শতরানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তাঁর ব্যাটেই ম্য়াচ জেতার মত রান বাের্ডে তুলে ফেলেছিল ভারত। তবে রান পাননি রিঙ্কু সিংহ। এরই মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রিঙ্কুর পাশাপাশি আরও এক নাইট ব্যাটারকে দেখা যেতে পারে একাদশে। তিনি রমনদীপ সিংহ।
India vs South Africa Live: এক ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ
স্পিনারদের দুরন্ত বোলিংয়ে লাভের লাভ কিছুই হল না। কোয়েৎজ়া ও স্টাবসের দুরন্ত পার্টনারশিপে এক ওভার বাকি থাকতেই শেষমেশ ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
IND vs SA Live Score: ভারতের সপ্তম সাফল্য
সপ্তম উইকেটের পতন। সিমিলানেকে সাত রানে সাজঘরে ফেরালেন বিষ্ণোই। ১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৮/৭। জয়ের জন্য তাঁদের এখনও ২৪ বলে ৩৭ রান করতে হবে। প্রোটিয়াদের শেষ ভরসা ট্রিস্টান স্টাবস।
India vs South Africa Live: বরুণের পাঞ্জা
কার্যত একা হাতেই ভারতের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। পরপর বলে ফেরালেন ক্লাসেন, মিলারকে। কেরিয়ারে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেটে নিলেন বরুণ। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৭/৬।
IND vs SA Live Score: বরুণের ভেল্কিতে চাপে প্রোটিয়া শিবির
পিঞ্চ হিটার হিসাবে মাঠে নামানো হয়েছিল মার্কো জানসেনকে। তবে ১০ বলে মাত্র সাক রান করে সাজঘরে ফিরলেন তিনি। নাগাড়ে তৃতীয় ওভারে তৃতীয় সাফল্য পেলেন বরুণ চক্রবর্তী। ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৫/৪।
India vs South Africa Live: পাওয়ার প্লে শেষ
নতুন বল হাতে ভারতও শুরুটা বেশ ভালই করল। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ৩৪ রান খরচ করল ভারত। ষষ্ঠ ওভারে মাত্র এক রান খরচ করে এক উইকেট নিলেন বরুণ চক্রবর্তী।