India vs South Africa T20 Live: বরুণের স্পিন ভেল্কি সত্ত্বেও স্টাবস-কোয়েৎজ়ার দৌলতে সিরিজ়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা
India vs South Africa T20 News Live Updates: চার ম্যাচের সিরিজ়ে আপাতত ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল।
LIVE

Background
India vs South Africa Live: এক ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ
স্পিনারদের দুরন্ত বোলিংয়ে লাভের লাভ কিছুই হল না। কোয়েৎজ়া ও স্টাবসের দুরন্ত পার্টনারশিপে এক ওভার বাকি থাকতেই শেষমেশ ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
IND vs SA Live Score: ভারতের সপ্তম সাফল্য
সপ্তম উইকেটের পতন। সিমিলানেকে সাত রানে সাজঘরে ফেরালেন বিষ্ণোই। ১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৮/৭। জয়ের জন্য তাঁদের এখনও ২৪ বলে ৩৭ রান করতে হবে। প্রোটিয়াদের শেষ ভরসা ট্রিস্টান স্টাবস।
India vs South Africa Live: বরুণের পাঞ্জা
কার্যত একা হাতেই ভারতের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। পরপর বলে ফেরালেন ক্লাসেন, মিলারকে। কেরিয়ারে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেটে নিলেন বরুণ। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৭/৬।
IND vs SA Live Score: বরুণের ভেল্কিতে চাপে প্রোটিয়া শিবির
পিঞ্চ হিটার হিসাবে মাঠে নামানো হয়েছিল মার্কো জানসেনকে। তবে ১০ বলে মাত্র সাক রান করে সাজঘরে ফিরলেন তিনি। নাগাড়ে তৃতীয় ওভারে তৃতীয় সাফল্য পেলেন বরুণ চক্রবর্তী। ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৫/৪।
India vs South Africa Live: পাওয়ার প্লে শেষ
নতুন বল হাতে ভারতও শুরুটা বেশ ভালই করল। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ৩৪ রান খরচ করল ভারত। ষষ্ঠ ওভারে মাত্র এক রান খরচ করে এক উইকেট নিলেন বরুণ চক্রবর্তী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
