Yuvraj Singh And Harmanpreet Kaur: যুবরাজ-হরমনপ্রীতের নামে স্ট্যান্ড, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের মাঝেই দুই বিশ্বকাপজয়ীকে সম্মান
India vs South Africa: স্ট্যান্ড উদ্বোধনের পর যুবরাজ গিয়ে দেখা করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও । দুজনকে খোশগল্প করতে দেখা যায় ।

মুল্লাপুর: তাঁরা দুজনই বিশ্বকাপজয়ী তারকা । একজন ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের নায়ক । তিনিই ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন । ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়েরও অন্যতম কারিগর । অন্যজনের নেতৃত্বে সদ্য মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত ।
সেই যুবরাজ সিংহ (Yuvraj Singh) ও হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) দারুণ সম্মান জানানো হল । দুই তারকার নামে মুল্লাপুরের মহারাজা যাদবেন্দ্র সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের (Maharaja Yadavindra Singh International Cricket Stadium in Mullanpur) দুটি স্ট্যান্ডের নামকরণ করা হল বৃহস্পতিবার । ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে দুটি স্ট্যান্ডের নামকরণ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab Chief Minister Bhagwant Mann) । হাজির ছিলেন যুবরাজ ও হরমনপ্রীত । দুই তারকাকে সংবর্ধনাও দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ।
ম্যাচে মাঠে ছিলেন হরমনপ্রীতের বিশ্বকাপজয়ী দলের দুই সতীর্থ হার্লিন দেওল (Harleen Deol) ও আমনজ্যোৎ কৌর (Amanjot Kaur), দলের ফিল্ডিং কোচ মুনিশ বালি । ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট মিঠুন মানহাসও (BCCI president Mithun Manhas) । স্ট্যান্ড উদ্বোধনের পর বিশ্বকাপজয়ী হরমনপ্রীত, হার্লিন ও আমনজ্যোৎকে ১১ লক্ষ টাকা করে দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী । ফিল্ডিং কোচ মুনিশ বালি ৫ লক্ষ টাকা পান ।
এই মাঠে আইপিএলের ম্যাচ হয়েছে । প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের ঘরের মাঠ মুল্লাপুরই । এই মাঠে মহিলাদের আন্তর্জাতিক ম্যাচও হয়েছে । তবে পুরুষদের ক্রিকেটে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে ।
YUVRAJ SINGH IN THE TEAM HUDDLE. ❤️ pic.twitter.com/6yBrCgc4ln
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 11, 2025
স্ট্যান্ড উদ্বোধনের পর যুবরাজ গিয়ে দেখা করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও । দুজনকে খোশগল্প করতে দেখা যায় । দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলেছেন দুজনে । টি-২০ বিশ্বকাপ ও ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের সদস্য দুজনই । গম্ভীরের ডাকে ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের টিম হাডলেও যোগ দেন যুবি । ভারতীয় দলকে পেপ টক দেন তিনি ।
LIVE from Mullanpur Stadium, Mohali on the occasion of honouring the Punjabi women players of the Indian women’s cricket team that won the Cricket World Cup, and the inauguration of the stand named after Yuvraj Singh and Harmanpreet. https://t.co/WfJZvq7Sd0
— Bhagwant Mann (@BhagwantMann) December 11, 2025




















