India vs South Africa: দ্বিতীয় টেস্টের আগে প্রোটিয়া শিবিরেও বিরাট ধাক্কা, ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
Kagiso Rabada: সিরিজ়ের প্রথম টেস্টের আগে পাঁজরে চোট পেয়েছিলেন কাগিসো রাবাডা। সেই চোট সম্পূর্ণভাবে না সারায় দ্বিতীয় টেস্টেও তাঁর খেলা হচ্ছে না।

গুয়াহাটি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা। প্রথম টেস্টে পাওয়া ঘাড়ের চোটের কারণে গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় অধিনায়ক। এই টেস্টের আগে প্রোটিয়া শিবিরও কিন্তু ধাক্কা খেল। দলের প্রিমিয়াম ফাস্ট বোলার কাগিসো রাবাডা (Kagiso Rabada) দ্বিতীয় টেস্টেও মাঠে নামতে পারবেন না।
সিরিজ়ের প্রথম টেস্টের আগে পাঁজরে চোট পেয়েছিলেন রাবাডা। সেই কারণে ইডেনে খেলতে নামত পারেননি তিনি। সেই চোট সম্পূর্ণভাবে না সারায় দ্বিতীয় টেস্টেও তাঁর খেলা হচ্ছে না। প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা তারকা ফাস্ট বোলারের বিষয়ে আপডেট দিতে গিয়ে জানান, 'কাগিসো দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছে।' গুয়াহাটির উইকেটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাভুমা এও জানান যে তাঁরা ম্য়াচের দিন সকালে আরেকবার উইকেট দেখে তারপরেই রাবাডার বিকল্প জানাবেন।
'এই পিচটা অনেকটা ফ্রেশ বলে মনে হচ্ছে এবং কলকাতার পিচের তুলনায় এটা বেশি ধারাবাহিক হবে বলেই মনে হচ্ছে। আমরা সকালে আরেকবার দেখেশুনে রাবাডার বিকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেব। এই পিচটা একেবার তথাকথিত ভারতীয় উপমহাদেশের পিচগুলির মতোই মনে হচ্ছে। প্রথম দুই দিন এখানে ব্যাটাররা দাপট দেখাতে পারবেন, তারপরে স্পিনাররা ম্যাচে প্রভাব ফেলতে শুরু করবে।' বলেন প্রোটিয়া অধিনায়ক।
ভারতের নবতম টেস্ট ভেন্যু হতে চলেছে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। এই প্রথমবার এখানে টেস্ট আয়োজিত হতে চলেছে। গুয়াহাটিতে প্রথমবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কিন্তু টেস্টের চিরাচরিত প্রথা ভাঙতে চলেছে।
আজ অবধি টেস্ট ক্রিকেটে ম্যাচের আগে সর্বপ্রথম টস হয়। তারপর দিনের খেলা শুরু হওয়ার পর লাঞ্চ, তারপর দ্বিতীয় সেশন, চা পানের বিরতি এবং শেষ সেশন। তবে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে সেই নিয়মভঙ্গ হতে চলেছে। তবে এই ম্য়াচে লাঞ্চ নয়, আগে চা পানের বিরতি হবে। তারপরে হবে লাঞ্চ।




















