IND vs SA: জল্পনাই সত্যি হল, গুয়াহাটিতে খেলবেন না শুভমন, নতুন অধিনায়কের নাম জানিয়ে দিল বিসিসিআই
Shubman Gill: ইডেন টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারেননি শুভমন গিল। ভারতীয় অধিনায়ক ভর্তি ছিলেন হাসপাতালে।

মুম্বই: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তবে তা সত্ত্বেও শুভমন গিলকে (Shubman Gill) ভারতের হয়ে অনুশীলন করা তো দূর, অনুশীলনের আশেপাশে দেখতে পাওয়া যায়নি। এর ফলে দেওয়াল লিখন স্পষ্টই ছিল। এবার তা সরকারিভাবে ঘোষণাও করে দেওয়া হল। দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন শুভমন গিল।
বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের অধিনায়ক সম্পর্কে এক বিবৃতি দিয়ে জানানো হয়, 'ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন। তিনি সেই চোটের কারণেই গুয়াহাটিতে আয়োজিত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন।' গিলের পরিবর্তে এই ম্যাচে তাহলে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করবেন কে? সেটাও জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। 'গিলের অনুপস্থিতিতে ঋষভ পন্থ (Rishabh Pant) দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।' জানায় বিসিসিআই।
🚨 Update 🚨#TeamIndia captain Shubman Gill, who suffered a neck injury during the first Test against South Africa, has been ruled out of the second Test in Guwahati.
— BCCI (@BCCI) November 21, 2025
Rishabh Pant will lead the team in the 2nd Test in his absence.
Details 🔽 | #INDvSA | @IDFCFIRSTBank…
গুয়াহাটি টেস্ট থেকে তো ছিটকে গিয়েছেনই, এমনকী ওয়ান ডে সিরিজ়েও গিলের খেলা অনিশ্চিত। সেক্ষেত্রে কে দেবেন দলকে নেতৃত্ব? প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দলে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কারণ একমাত্র ওয়ান ডে ফর্ম্যাটেই তাঁরা ২ অভিজ্ঞ ব্যাটার খেলছেন এখনও। তবে গিল না থাকলে তাঁদের দুজনের মধ্য়ে কারও নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও নেই। রোহিতকে ওয়ান ডে ফর্ম্যাটে নেতৃত্ব থেকে সরিয়েই গিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্য়দিকে বিরাট কোহলি দীর্ঘদিন ওয়ান ডে ফর্ম্যাটে দায়িত্ব সামলালেও ফের একবার তাঁকে নেতৃত্বভার দেওয়া হবে না, হয়ত বিরাটও দায়িত্ব নিতে চাইবেন না এখন আর। সেক্ষত্রে ঋষভ পন্থকেই হয়ত ওয়ান ডে সিরিজে দায়িত্ব নিতে দেখা যাবে।
অতীতে আইপিএলের সুবাদে দীর্ঘদিন অধিনায়ক পন্থের সঙ্গে কাজ করেছেন রিকি পন্টিং। তিনি কিন্তু অধিনায়ক পন্থের ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন। 'অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করাটা কখনই সহজ হয় না, বিশেষত মাত্র দিনকয়েক আগেই যখন কোনও দল একটি টেস্ট ম্যাচ হেরে আসেছ। তবে ঋষভের বর্তমানে টেস্ট খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং উইকেটকিপার হওয়ায় ওর পিছন থেকে গোটা খেলাটা দেখতে, বুঝতেও সম্ভবত সুবিধাই হয়। আইপিএলেও তো বিগত কয়েক বছর ও এই দায়িত্ব পালন করেছে। তাই ওর কোনও সমস্যা হবে না বলেই আমার মনে হয়। তবে অধিনায়ক হিসাবে ও কেমন খেলে এবং ওর ব্য়াটিংয়ের ধরন কেমন হয়, সেটা দেখাটা বেশ মজাদার হতে চলেছে।' মত প্রাক্তন অজ়ি অধিনায়কের।




















