এবার প্রশ্ন কে আসতে পারেন শুভমনকে যদি বসানো হয়। নিঃসন্দেহে প্রবল দাবিদার সঞ্জু স্যামসন। ১৬০এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিংও করেছেন স্যামসন। টপ অর্ডারে বিশেষ করে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে আগেও বড় রান করেছেন। ক্রমাগত ব্যর্থ গিলকে সরিয়ে স্যামসমকে খেলাতেই পারে টিম ম্যানেজমেন্ট।
Abhishek Sharma: বিরাটের ৯ বছরের পুরনো রেকর্ড ভাঙার হাতছানি, কিংকে টেক্কা দিতে পারবেন অভিষেক?
IND vs SA: এরই মাঝে আজ ধর্মশালায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। আর এই ম্যাচেই ব্যাট হাতে একটা বড় ইনিংস খেলতে পারলেই রেকর্ড গড়ার সুযোগ থাকছে।

ধর্মশালা: দেশজুড়ে মেসি ম্যাজিক চলছে। কলকাতায় কিছুটা ছন্দপতন হলেও হায়দরাবাদে মন জয় করে নিয়েছেন লিও। এরই মাঝে আজ ধর্মশালায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। আর এই ম্যাচেই ব্যাট হাতে একটা বড় ইনিংস খেলতে পারলেই বিরাট কোহলিকে টেক্কা দিয়ে নতুন এক রেকর্ড গড়ে ফেলবেন তরুণ ওপেনার অভিষেক শর্মা।
২০১৬ সালে টি টোয়েন্টি ফর্ম্যাটে ৩১ ম্যাচে ১৬১৪ রান করেছিলেন ৮৯.৬৬ গড়ে। যা এতদিন ধরে ভারতীয় ব্যাটার হিসেবে কুড়ির ফর্ম্যাটে এক ক্যালেন্ডার বর্ষে হওয়া সর্বাধিক রান কোনও ব্যাটারের। সেটিই টেক্কা দেওয়ার হাতছানি শর্মাজির সামনে। এর জন্য আর ৮৭ রান করতে হবে ভারতীয় ওপেনারকে। অভিষেক এখনও কিন্তু ৩৯ ম্যাচে ১৫৩৩ রান করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ২৭৩ রান করেছিলেন বিরাট। টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হয়েছিলেন। আইপিএলেও সেই বছর স্বপ্নের ফর্মে ছিলেন কিং।
অভিষেকও দারুণ ফর্মে রয়েছেন। চল্লিশের ওপর গড়ে ব্যাটিং করছেন তিনি। এছাড়া তিনটি সেঞ্চুরি ও ৯টি অর্ধশতরানও হাঁকিয়েছেন এই বছরে কুড়ির ফর্ম্যাটে। কিছুদিন আগেই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ১০০ ছক্কা হাঁকানোর নজির গড়েছেন অভিষেক।এখনও পর্যন্ত ১০১টি ছক্কা হাঁকিয়েছেন।
চলতি বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বলের নিরিখে দ্রুততম হাজার রানের নজির গড়ে ফেলেছিলেন অভিষেক শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ৫২৮ বল খেলে ১০০০ রান করেছিলেন। ৫৭৩ বল খেলে ১০০০ রান করেছেন সূর্যকুমার যাদব। ৫৯৯ বল খেলে ১০০০ ফিল সল্টে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন। গ্লেন ম্য়াক্সওয়েল কুড়ির ফর্ম্যাটে ১০০০ রান করতে সময় নিয়েছেন ৬০৪ বল।
আজ গিলের বদলে স্যামসন?
টেস্ট ফর্ম্যাটে ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর গিলকেই টি-টোয়েন্টিতে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সূর্যকুমার যাদবের পরবর্তী সময়ে তিন ফর্ম্য়াটেই গিলকে অধিনায়ক করার পরিকল্পনাও রয়েছে টিম ম্য়ানেজমেন্টের। কিন্তু বাকি দুটো ফর্ম্যাটের থেকে এই ফর্ম্যাটে ডানহাতি তারকা ব্যাটারের ফর্ম একেবারেই আশানুরুপ নয়। ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে গত ১৪ টি টোয়েন্টি ম্যাচে মাত্র ২৬৩ রান করেছেন গিল। তাঁর গড় ২৩। ১৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গিল। একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি এই সময়ের মধ্যে। সর্বোচ্চ ছিল ৪৬।




















