IND vs SA: ইডেনে দুটো ছক্কা হাঁকাতেই বীরুকে টেক্কা দিয়ে ভারতীয়দের মধ্য়ে তালিকায় সবার ওপরে চলে গেলেন পন্থ
Rishabh Pant And Virendra Sehwag: বীরেন্দ্র সহবাগ টেস্ট ফর্ম্য়াটে ৯০ ছক্কা হাঁকিয়েছিলেন তাঁর কেরিয়ারে। তিনি ছাড়া এতদিন আর কোনও ব্যাটার টেক্কা দিতে পারেননি ভারতীয়দের মধ্যে।

কলকাতা: টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সহবাগকে টেক্কা দিলেন ঋষভ পন্থ। ইংল্যান্ড সফরে চোট পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে কলকাতার মাটিতেই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করেছেন। আর প্রত্যাবর্তনেই নজির গড়ে ফেললেন তারকা উইকেট কিপার ব্য়াটার। টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় এতদিন শীর্ষে ছিলেন বীরেন্দ্র সহবাগ। তাঁকে টেক্কা দিতে ঋষভ পন্থের প্রয়োজন ছিল আর মাত্র ১টি ছক্কা। শনিবার দুটো ছক্কা হাঁকিয়ে তালিকায় শীর্ষে উঠে এলেন ঋষভ পন্থ।
বীরেন্দ্র সহবাগ টেস্ট ফর্ম্য়াটে ৯০ ছক্কা হাঁকিয়েছিলেন তাঁর কেরিয়ারে। তিনি ছাড়া এতদিন আর কোনও ব্যাটার টেক্কা দিতে পারেননি ভারতীয়দের মধ্যে। শনিবার ঋষভ পন্থ ২৪ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন। দুটো বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছিলেন নিজের ইনিংসে বাঁহাতি উইকেট কিপার ব্য়াটার। আর বর্তমানে পন্থর টেস্টে ছক্কা হাঁকানোর সংখ্যা ৯২।
View this post on Instagram
ইডেনে ব্যাটারদের বধ্যভূমিতে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৩/৭। ভারতের চেয়ে ৬৩ রানের লিড নিয়েছেন তেম্বা বাভুমারা। বাইশ গজে বল বনবন করে ঘুরছে। লাফাচ্ছে। নীচু হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বল হাতে ধ্বংসলীলা চালিয়েছিলেন ফাস্টবোলার যশপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ভয়ঙ্কর হয়ে উঠেছেন ভারতের স্পিনাররা। বুমরা ৬ ওভার বল করলেও স্পিনারদের স্বর্গে বলই পেলেন না দ্বিতীয় পেসার মহম্মদ সিরাজ। সাত উইকেটের মধ্যে চারটি পেলেন রবীন্দ্র জাডেজা। বাঁহাতি স্পিনারের কেরিয়ারে তাৎপর্যপূর্ণ হয়ে রইল শনিবার দিনটি। ১২ বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে সিএসকে। জাডেজাকে ট্রেডিং উইন্ডো মারফত কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। এদিন বিরল এক কীর্তিও গড়লেন স্যর জাডেজা। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ৩০০ উইকেট ও ৪০০০ রান করলেন। সব মিলিয়ে বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে।
শনিবার ১৩ ওভার বল করে ৩টি মেডেন-সহ মাত্র ২৯ রান খরচ করে ৪ উইকেট নিলেন জাডেজা। শিকারের তালিকায়? এইডেন মারক্রাম, উইয়ান মাল্ডার, টনি দি জর্জি ও ট্রিস্টান স্টাবস। কুলদীপ যাদব নিয়েছেন দুই উইকেট। এক উইকেট অক্ষর পটেলের।




















