India vs South Africa: বিরল ঘটনায় পিছিয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ ম্যাচ, কী এমন হল?
IND vs SA Live: মাঠ ভাল করে দৃশ্যমানই নয়। এই পরিস্থিতিতে খেলা শুরু হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই আশঙ্কায় টস পিছিয়ে দিলেন আম্পায়ার ও ম্যাচ রেফারি।

লখনউ: বৃষ্টির জন্য ম্যাচ পিছিয়ে যাচ্ছে, কিংবা বৃষ্টি থামলেও মাঠ ভিজে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যাচ্ছে না, ক্রিকেট মাঠে এমন ঘটনা হামেশাই ঘটে।
কিন্তু কুয়াশার কারণে পিছিয়ে যাচ্ছে ক্রিকেট ম্যাচ, তাও যে ম্যাচ সাতসকালে নয়, বরং নৈশালোকে? বিরল কাণ্ড লখনউয়ে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) চতুর্থ টি-২০ ম্যাচ পিছিয়ে গেল কুয়াশার কারণে। এতটাই ঘন কুয়াশা যে, মাঠ ভাল করে দৃশ্যমানই নয়। এই পরিস্থিতিতে খেলা শুরু হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই আশঙ্কায় টস পিছিয়ে দিলেন আম্পায়ার ও ম্যাচ রেফারি।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের সব ম্যাচেই টস হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটায়। আর সন্ধ্যা সাতটা থেকে শুরু হচ্ছে ম্যাচ। এমনিতে ভারতের মাটিতে টি-২০ ম্যাচ একটা সময় রাত আটটায় শুরু হতো। আইপিএলেরও দ্বিতীয় ম্যাচটি হতো রাত আটটা থেকে। কিন্তু পরে দর্শকদের যাতায়াত ও ম্যাচের সম্প্রচার সংক্রান্ত কারণে সেই সময় এগিয়ে আনা হয় আধ ঘণ্টা । এখন আইপিএলে রাতের ম্যাচ শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে যেহেতু এখন ভারতে শীতের আমেজ, শিশির পড়ছে সূর্যাস্তের পর থেকেই, সেই কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-২০ ম্যাচগুলি শুরু করা হচ্ছে সন্ধ্যা সাতটায়। তার ৩০ মিনিট আগে, সন্ধ্যা সাড়ে ছটায় টস।
বুধবারও টস হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছটায়। কিন্তু কুয়াশার কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। ঘন কুয়াশায় পিছিয়ে যাচ্ছে ম্যাচ। সন্ধ্যা ৬.৫০ মিনিটে ফের পরিস্থিতি খতিয়ে দেখবেন আম্পায়াররা। তাঁরা সন্তুষ্ট হলে তবেই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনকে তাঁরা ম্যাচ কখন শুরু করা যাবে, সেটা জানাবেন। আপাতত নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যাচ্ছে না, তা নিশ্চিত।
🚨 UPDATE 🚨
— BCCI (@BCCI) December 17, 2025
Toss in Lucknow has been delayed due to excessive fog.
Next inspection at 6:50 PM.
Updates ▶️ https://t.co/4k14nZK04L#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank
ভারতে সকালে ম্যাচ থাকলে কুয়াশায় দৃশ্যমানতা কম থাকলে সময়ে ম্যাচ শুরু করা যায় না, এমন নজির রয়েছে। তবে সেক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে রোদ উঠলে পরিস্থিতির উন্নতি হয়। তবে রাতের ম্যাচে কুয়াশা কাটবে কীভাবে, ধন্দে ভারত ও দক্ষিণ আফ্রিকা - দুই দলই।




















