Rishabh Pant: কলকাতা টেস্টেই কি টেক্কা দেবেন বীরুকে? পন্থের সামনে প্রত্যাবর্তনেই মাইলস্টোন ছোঁয়ার হাতছানি
কেরিয়ারের ৫০ তম টেস্ট খেলার মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে পন্থ। এখনও পর্যন্ত ৪৭ টেস্ট খেলে দেশের জার্সিতে ৩৪২৭ রান করেছেন। ঝুলিতে রয়েছে আটটি শতরান ও ১৮টি অর্ধশতরান।

কলকাতা: ইংল্যান্ড সফরে চোট পেয়ে ২২ গজ থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর ভারতীয় এ দলের জার্সিতে প্রস্তুতি ম্য়াচে নেমে অর্ধশতরানও হাঁকিয়েছিলেন। ফের জাতীয় দলে ফিরেছেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টে উইকেটের পেছনেই দেখা গিয়েছে তারকা উইকেট কিপার ব্যাটারকে। টেস্ট ফর্ম্য়াটে জাতীয় দলের অন্য়তম গুরুত্বপূর্ণ অংশ পন্থ।
কেরিয়ারের ৫০ তম টেস্ট খেলার মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে পন্থ। এখনও পর্যন্ত ৪৭ টেস্ট খেলে দেশের জার্সিতে ৩৪২৭ রান করেছেন। ঝুলিতে রয়েছে আটটি শতরান ও ১৮টি অর্ধশতরান। গিলের ডেপুটি এই ফর্ম্য়াটে এখনও পর্যন্ত মোট ৩৬৯ টি বাউন্ডারি ও ৯০টি ছক্কা হাঁকিয়েছেন। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে শতরান হাঁকানোর নজির রয়েছে পন্থের ঝুলিতে। এই ফর্ম্যাটে দেশের জার্সিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির রয়েছে বীরেন্দ্র সহবাগের ঝুলিতে। তিনি মোট ৯১টি ছক্কা হাঁকিয়েছেন তাঁর কেরিয়ারে। চলতি সিরিজেই বীরুকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে পন্থের সামনে।
ভারতীয় উইকেট কিপার ব্য়াটার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও ঋষভ পন্থ। তিনি টেক্কা দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৯ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন। যা তাঁর ব্যক্তিগত সরবোচ্চ রান এই ফর্ম্য়াটে। সেই ইনিংসে ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন পন্থ।
নিজের পারফরম্য়ান্স নিয়ে কী বললেন বুমরা?
ইডেনে প্রথম দিনেই পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়া ব্য়াটিং লাইন আপে ভাঙন ধরিয়েছিলেন জসপ্রীত বুমরা। এই নিয়ে ইনিংসে ১৬ বার এমন কৃতিত্বের অধিকারী হলেন। প্রথম দিনের খেলার শেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিন ফর্ম্যাটে সাফল্যের পরেও ফিটনেস নিয়ে এত কথা বলা হয়, তারপর এই সাফল্য কি বাড়তি খুশির? বুমরার চাঁচাছোলা জবাব, 'নিজের পারফরম্যান্স নিয়ে আমি খুব খুশি। যে ফর্ম্যাটেই খেলি না কেন, নিজের সেরাটা দিই। তারপরেও ফিটনেস নিয়ে যে সমস্ত প্রশ্ন তোলা হয়, সেগুলো আমার নিজের প্রশ্ন নয়। আমি সেগুলোর জবাব দেব না। আমি যত বেশি সম্ভব ম্যাচ খেলার চেষ্টা করি। প্রত্যেক ফর্ম্যাটেই সেরা খেলাটা খেলতে চাই। সেভাবেই কেরিয়ারকে দেখেছি। ভবিষ্যতেও সেভাবেই খেলব। বাকি প্রশ্ন তোলা বা উত্তর দেওয়া, যে যা খুশি করতে পারে। আমি যতদিন দলের কাজে লাগতে পারছি, ততদিন খুশি। নতুন নতুন জিনিস শিখতে চাই আর দলের হয়ে অবদান রাখতে চাই।'




















