Bumrah Greets KL Rahul: সহজ ক্যাচ ফেলেছিলেন রাহুল, উইকেট নিয়ে কেন এমন অদ্ভুত সেলিব্রেশন বুমরার?
IND vs SA: বুমরার বলে মাত্র ৪ রানে থাকা এইডেন মারক্রামের ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে । সহজ ক্যাচ । একশোবারের মধ্যে একশোবারই ধরবেন কে এল রাহুল । কিন্তু শনিবার ছিল অঘটনের দিন ।

গুয়াহাটি: ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে বেশ বিরল ছবিব দেখা গেল গুয়াহাটিতে । ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে আগে হচ্ছে চা পানের বিরতি । পরে হচ্ছে লাঞ্চ ব্রেক । পূর্ব ভারতে তাড়াতাড়ি সূর্যাস্তের কথা মাথায় রেখে ।
শনিবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন চা পানের বিরতির ঠিক আগের বলে এইডেন মারক্রামের স্টাম্প ছিটকে দেন যশপ্রীত বুমরা । সেটাই দক্ষিণ আফ্রিকা ইনিংসে ভারতীয় বোলারদের প্রথম ধাক্কা । তারপরই ভারতীয় ফাস্টবোলারকে দেখা যায় দুহাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করছেন । সেই সময়ই বুমরার দিকে দৌড়ে আসেন কে এল রাহুল । তাঁকেই যেন ইঙ্গিত করছিলেন বুমরা । রাহুল আসতেই তাঁকে আলিঙ্গন করেন বুমরা । পিঠ চাপড়ে দেন । রাহুলকে চাপা স্বরে বুমরাকে কিছু বলতেও দেখা যায় । কিন্তু কেন এরকম সেলিব্রেশন বুমরার?
আসলে শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলার সুযোগ পেয়েছিল ভারত । যশপ্রীত বুমরা তখন নতুন বলে আগুন ছোটাচ্ছেন । অল্পের জন্য বেঁচে যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার - মারক্রাম ও রায়ান রিকেলটন । বুমরার একের পর এক বল ব্যাটের কানা ঘেঁষে চলে যাচ্ছিল । কানা লাগলেই যেখানে উইকেট বাঁধা ।
তারপরই যেন প্রাণের সঞ্চার হয় ভারতীয় শিবিরে । বুমরার বলে মাত্র ৪ রানে থাকা এইডেন মারক্রামের ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে । সহজ ক্যাচ । একশোবারের মধ্যে একশোবারই ধরবেন কে এল রাহুল । কিন্তু শনিবার ছিল অঘটনের দিন । লোপ্পা ক্যাচ ফেলে দেন রাহুল । দক্ষিণ আফ্রিকার স্কোর তখন সবে ১৬ রান । ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করেন মারক্রাম ও রায়ান রিকেলটন । ভারতীয় শিবিরকে চাপে ফেলে দেয় দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ।
Jasprit Bumrah has dismissed a tailender called “Aiden Markram” and brought India back in game . pic.twitter.com/j17HtxdwqN
— 93 (@93Yorker) November 22, 2025
সেই ক্যাচ ফেলার পর থেকেই পাপবোধে ভুগছিলেন রাহুল । তাঁকে বেশ কয়েকবার বুমরার কাছে দুঃখপ্রকাশ করতেও দেখা যায় । নিশ্চিত উইকেট হাতছাড়া হওয়ায় বুমরাও যে খুশি হননি, বলা বাহুল্য ।
শেষ পর্যন্ত মারক্রামকে ৩৮ রানে ফিরিয়ে যেন রাহুলকেও স্বস্তি দিলেন বুমরা ।



















