IND vs SA: লক্ষ্য এখনও ৫২২ রান, হাতে আট উইকেট, শেষ দিনে গুয়াহাটিতে মিরাক্যালের আশায় পন্থরা
IND vs SA Test: পাহাড়প্রমাণ এই রান এক দিনে কতটা করতে পারবে দল, তা নিয়ে সত্যিই সন্দেহ রয়েছে। তার মধ্য়ে চতুর্থ দিনের শেষে ২ ভারতীয় ওপেনার কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল ফিরে গিয়েছেন।

গুয়াহাটি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও হারের শঙ্কা ভারতীয় শিবিরে। কলকাতা টেস্টে ৩০ রানে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এই টেস্টেও চতুর্থ দিনের শেষে ভারতের জয়ের জন্য এখনও দরকার ৫২২ রান। পাহাড়প্রমাণ এই রান এক দিনে কতটা করতে পারবে দল, তা নিয়ে সত্যিই সন্দেহ রয়েছে। তার মধ্য়ে চতুর্থ দিনের শেষে ২ ভারতীয় ওপেনার কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল ফিরে গিয়েছেন। মাত্র ২৭ রান বোর্ডে তুলতেই ২ উইকেট হারিয়ে বসে আছে টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে ভারতীয় দল ২০১ রানে অল আউট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসেই বিরাট লিড নিয়ে নিয়েছিল তেম্বা বাভুমার দল। তবে তার ফলো অন করায়নি ভারতকে। বরং ফের একবার ব্য়াট করতে নামার সিদ্ধান্ত নিয়েছিল। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ২২০ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দেয় প্রোটিয়া শিবির। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছিলেন ত্রিস্টান স্টাবস। টোনি দে জোর্জি ৪৯ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ভারতের সামনে ৫৪৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা শিবির।
রান তাড়া করতে নেমে দরকার ছিল অন্ততপক্ষে আজকের দিনটা কোনও উইকেট না হারানো। ২ ওপেনার জয়সওয়াল ও রাহুল চলতি টেস্টে রান পাননি। এমনকী আগের টেস্টেও রান আসেনি তাঁদের ব্যাট থেকে। এদিনও এল না। এদিন উইকেটে থিতু হওয়ার প্রয়োজন ছিল। সেখানে ভুল শট খেলে ইয়েনসেনের বলে ক্যাচ আউট হয়ে গেলেন জয়সওয়াল। অন্য়দিকে সিমন হার্মারের বলে বোল্ড হয়ে গেলেন কে এল রাহুল।
View this post on Instagram
দিনের শেষে ক্রিজে আছেন সাই সুদর্শন ও কুলদীপ যাদব। দিনের শেষ কয়েকটি ওভার বাকি ছিল, তাই কুলদীপকেই চায়নাম্য়ান হিসেবে ব্যাটিংয়ের জন্য পাঠিয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। কিন্তু তাতে কি পঞ্চম দিনে হার আটকাতে পারবে টিম ইন্ডিয়া? না কি আরও একটি সিরিজে গম্ভীরের কোচিংয়ে হোয়াইটওয়াশ হতে হবে ভারতীয় দলকে। এর আগে কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছিল ভারতীয় দল।




















