IND vs SA: শুরুতেই ঝড় তুললেন অভিষেক, সূর্য ব্যর্থ হলেও ৭ উইকেটে ধর্মশালায় জিতে সিরিজে এগোল ভারত
IND vs SA T20: ফের ব্যর্থ হতে হল সূর্যকুমার যাদবকে। তবে ধর্মশালায়ে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল মেন ইন ব্লুজরা।

ধর্মশালা: অল্প রানের লক্ষ্যমাত্রা ছিল। ম্যাচ জেতাটা খুব একটা কঠিন ছিল না। কিন্তু চিন্তার কারণ যে দলের অধিনায়ক ও সহ অধিনায়কের অফফর্ম। এদিনও তার ব্যতিক্রম হল না। ক্রিজে সেট হয়েও বড় রান করতে পারলেন না শুভমন গিল। অন্যদিকে ফের ব্যর্থ হতে হল সূর্যকুমার যাদবকে। তবে ধর্মশালায়ে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল মেন ইন ব্লুজরা।
১১৮ রানের লক্ষ্যমাত্রা ছিল। রান তাড়া করতে নেমে প্রথম বলেই এনগিডিকে ছক্কা হাঁকালেন অভিষেক শর্মা। প্রথম ওভারে মোট উঠল ১৭ রান। জয়ের মঞ্চ এভাবেই গড়ে দেন তরুণ বাঁহাতি ওপেনার। শুরু থেকেই এত আক্রমণাত্মক খেলেন যে বোলারের মনোবলটাই খারাপ হয়ে যায়। উল্টোদিকে থাকা গিলও ধীরে ধীরে হাত খুললেন। পাওয়ার প্লেতেই ৬১ রান বোর্ডে তুলে ফেলেছিল ভারত। অভিষেক হয়ত আরও একটা অর্ধশতরান পেয়েই যেতেন। কিন্তু মারক্রামের অবিশ্বাস্য ক্যাচ তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখাল। গিল ছন্দে ফেরার চেষ্টা করছিলেন। বেশ কিছুক্ষণ ক্রিজে সময়ও কাটালেন। কিন্তু ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৮ রান করে আউট হয়ে গেলেন। তিন নম্বর স্লটে ভারতীয় দলের কুড়ির ফর্ম্যাটে অটোমেটিক চয়েস তিলক বর্মা। দারুণ ফর্মে রয়েছেন। এদিনও অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত। তবে রান পেলেন না সূর্যকুমার। এনগিডির একটি ওভারে পরপর দুটো বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হলেন। ব্যর্থতার তালিকা কিন্তু ভারত অধিনায়কের আরও লম্বা হচ্ছে। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
সূর্যকে নিয়ে প্রশ্ন তুললেন কাইফ
টি টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক হওয়ার পর থেকেই ব্যাটিংয়ের গ্রাফ ক্রমশ নীচের দিকে নেমেছে সূর্যকুমারের। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে লিগের ম্যাচে অপরাজিত ৪৬ তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ গত ১ বছরে। স্ট্রাইক রেট ১২৬ এ নেমেছে গত এক বছরের হিসেবে। গড় ১৫- নীচে।
মহম্মদ কাইফ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমার মনে হয় আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম বেশি চিন্তার শুভমন গিলের ফর্ম থেকে। তার কারণ ভারতীয় দলে ওপেনিংয়ের জন্য অনেক বিকল্প আছে। কিন্তু একজন স্থায়ী অধিনায়কের বিকল্প আচমকা খুঁজে নেওয়াটা চাপের।"




















