IND vs SA Toss Update: ভারতীয় দল দেখে হতবাক সকলে, চমকের পর চমক, ইডেন টেস্টে কারা প্রথমে ব্যাটিং করবে?
Eden Gardens: তেম্বার টস ভাগ্য সঙ্গ দিল ইডেন গার্ডেন্সে। টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা।

সন্দীপ সরকার, কলকাতা: টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক তিনি। সেই তেম্বা বাভুমা (Temba Bavuma) বৃহস্পতিবারই বলেছিলেন যে, ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্টে ভাল কিছু করতে হলে সবার প্রথম যে শর্ত, টস জিততে হবে। মজা করে বলেছিলেন, টস করা অভ্যাস করছেন তিনি।
তেম্বার টস ভাগ্য সঙ্গ দিল ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। যে পিচে প্রথমে ব্যাট করে পরে ঘূর্ণিতে প্রতিপক্ষকে ঘায়েল করার নকশা সাজিয়েছিল ভারত, ম্যাচ শুরুর আগেই তছনছ হয়ে গেল সেই অঙ্ক। কারণ, ম্যাচের শুরুতে বল করতে হবে ভারতকে।
যদিও একাদশ বাছা নিয়ে বিরাট চমক দিল ভারত। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও যা দেখে হতবাক। ইডেনে একসঙ্গে চার স্পিনারকে খেলাচ্ছে ভারত। প্রত্যাশামতো রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল তো খেলছেনই, সঙ্গে খেলানো হচ্ছে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকেও। ইডেনে ছয় বোলার নিয়ে নামছে ভারত। দুই পেসার - যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। একাদশ থেকে বাদ দেওয়া হল সাই সুদর্শনকে। তাঁর পরিবর্তে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে খেলানো হবে ওয়াশিংটন সুন্দরকে। সেই সঙ্গে এই প্রথম দেশের মাটিতে টেস্টে একসঙ্গে খেলছেন দুই উইকেটকিপার - ঋষভ পন্থ ও ধ্রুব জুড়েল। ধ্রুবকে অবশ্য বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানো হচ্ছে।
ইডেনে যে ঘূর্ণি পিচে খেলার স্ট্র্যাটেজি নিয়েছে ভারত, সেটা প্রথম থেকেই স্পষ্ট ছিল। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দর কষাকষিও চলেছে। তবে চার স্পিনার নিয়ে যে খেলা হবে, সেটা আগাম বুঝতে পারেননি অনেকেই। শুভমন টসের পর বললেন, 'পিচ থেকে পেসাররা সাহায্য পাবে। পরের দিকে বল ঘুরবেও। স্পিনারদের ভূমিকাও তাৎপর্যপূর্ণ হবে।'
A look at #TeamIndia's Playing XI 🙌
— BCCI (@BCCI) November 14, 2025
Updates ▶️ https://t.co/okTBo3qxVH#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/i7UcpmmkF7
ভারতের একাদশ
কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুড়েল, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার একাদশ
এইডেন মারক্রাম, রায়ান রিকেটলটন, উইয়াম মাল্ডার, তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি দি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরিন (উইকেটকিপার), সাইমন হার্মার, মার্কো জানসেন, করবিন বস্ক ও কেশব মহারাজ।




















