IND vs WI Day 4 Highlights: অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট সিরিজ জয়ের হাতছানি শুভমনের, মঙ্গলবার আর ৫৮ করলেই কেল্লা ফতে
India vs West Indies: প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেতে চলেছেন অধিনায়ক শুভমন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের স্কোর ৬৩/১।

নয়াদিল্লি: অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) প্রথম টেস্ট সিরিজ জেতার সাক্ষী থাকতে পারত কলকাতা। কিন্তু ইডেন থেকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় (India vs West Indies) দ্বিতীয় টেস্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। পরিবর্তে ইডেনকে দেওয়া হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ।
সেই দিল্লিতেই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে চলেছেন অধিনায়ক শুভমন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সোমবার, ম্যাচের চতুর্থ দিন ভারতের স্কোর ৬৩/১। মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিন আর ৫৮ রান করলেই কেল্লা ফতে। ওয়েস্ট ইন্ডিজ়কে ২-০ টেস্ট সিরিজ হারাবে ভারত। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। কিন্তু ভারত শেষ দিন হাতে ৯ উইকেট নিয়েও বাকি ৫৮ রান তুলতে পারছে না, কার্যত অসম্ভব।
প্রথম টেস্টে দুই ইনিংসেই ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ক্যারিবিয়ান ব্যাটিং দারুণ কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ভারতীয় বোলিংকে সামান্য হলেও চাপে ফেলেন জন ক্যাম্পবেল ও শাই হোপ। তৃতীয় উইকেটে ১৭৭ রান যোগ করেন দুজনে। ১১৫ রান করে ক্যাম্পবেল ফেরেন। শাই হোপ করেন ১০৩।
তবে শেষ দিকে যশপ্রীত বুমরার বোলিং বিক্রম আর কুলদীপ যাদবের ঘূর্ণির বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ়ের বাকি ব্যাটাররা দাঁড়াতে পারেননি। ৩৯০ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ইনিংস। ভারতের চেয়ে ১২০ রানের লিড নেয়।
রান তাড়া করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালকে ফেরান জোমেল ওয়ারিকান। ৯ রানের প্রথম উইকেটের পতন। অনেকে ভেবেছিলেন, নাটকীয় কিছু অপেক্ষা করে নেই তো ম্যাচে?
Exquisite timing 👌
— BCCI (@BCCI) October 13, 2025
KL Rahul 🤝 Sai Sudharsan
The duo compiled valuable 5️⃣4️⃣* runs for the 2️⃣nd wicket 👏
Scorecard ▶ https://t.co/GYLslRyLf8#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @klrahul | @sais_1509 pic.twitter.com/AMlCfLt9n7
তবে পরিস্থিতি সামাল দেন কে এল রাহুল ও সাই সুদর্শন। দিনের শেষে রাহুল ২৫ ও সুদর্শন ৩০ রানে অপরাজিত। ভারতের স্কোর ৬৩/১।
That's Stumps on Day 4⃣
— BCCI (@BCCI) October 13, 2025
Sai Sudharsan and KL Rahul with a solid unbeaten stand🤝#TeamIndia inching closer to victory 👍
Scorecard ▶ https://t.co/GYLslRyLf8#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/w0mlJUWemx




















