(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs WI, 2nd Test LIVE: বৃষ্টির জেরে সময়ের আগেই নেওয়া হল চায়ের বিরতি, ৩০১ রানে এগিয়ে ভারত
India vs West Indies, Day 2 Live Score: ভারতের হয়ে মুকেশ ও জাডেজা দুইটি করে উইকেট নিয়েছেন।
LIVE
Background
পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২২৯ রান বোর্ডে তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। ভারত প্রথম ইনিংসে ৪৩৮ রান তুলে নিয়েছিল। সেই রান তাড়া করতে নেমে এখনও ২০৯ রান পিছিয়ে রয়েছে ক্রেইগ ব্রেথওয়েটের দল। ভারতীয় বোলারদের মধ্যে ২ টো উইকেট রবীন্দ্র জাডেজা। ১টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার, জয়দেব উনাদকাট। প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টেও এখনও পর্যন্ত এগিয়ে রোহিত শর্মার দলই।
দ্বিতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮৬ রান তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে ছিলেন ব্রেথওয়েট ও ম্যাকেঞ্জি। এদিন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন মুকেশ। এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। আর অভিষেক ম্যাচে তাঁর প্রথম শিকার হলেন ক্রিক ম্যাকেঞ্জি। ব্যক্তিগত ৩২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন তিনি। অর্ধশতরান পূরণ করেন ক্রেইগ ব্রেথওয়েট। ছন্দে ছিলেন। কিন্তু ব্যক্তিগত ৭৫ রানের মাথায় অশ্বিনের বলে বোল্ড হয়ে যান তিনি। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। জারমেইন ব্ল্যাকউড ২০ রানের মাথায় আউট হন জাডেজার বলে। স্লিপে দুরন্ত ক্যাচ নেন অজিঙ্ক রাহানে। এলিক আথানাজে দিনের শেষে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১১ রানে অপরাজিত রয়েছেন জেসন হোল্ডার।
IND vs WI Live Updates: সময়ের আগেই চায়ের বিরতি
বৃষ্টির জেরে সময়ের আগেই চায়ের বিরতি নিয়ে নেওয়া হয়েছে। তাই শেষ সেশন তিন ঘণ্টা ১৫ মিনিটের হবে। দিনে সর্বোচ্চ আরও ৪৮ ওভার বল করা হতে পারে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২.৪৫ মিনিটে খেলা শুরু হবে।
IND vs WI Live: আবার ঢাকা হচ্ছে পিচ
বৃষ্টি না পড়লেও, আকাশে ফের কালো মেঘ জমা হয়েছে। মাঠের কর্মীরা আবারও পিচ ঢাকা দিচ্ছেন। মনে হচ্ছে খেলা শুরু হওয়ার জন্য আরও অপেক্ষাই করতে হবে।
IND vs WI Live Updates: থেমেছে বৃষ্টি
খুশির খবর। প্রবল বৃষ্টির পর অবশেষে সূর্য দেখা দিয়েছে। তবে আউটফিল্ডে অনেক জল জমে থাকায় খেলা শুরু হতে বেশ খানিকটা সময় লাগবে।
IND vs WI Live: ফের বিঘ্ন ঘটাল বৃষ্টি
আবারও বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাল। বর্তমানে ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১১৮/২। গিল ১০ ও ঈশান কিষাণ আট রানে ব্যাট করছেন।
IND vs WI Live Updates: দ্বিতীয় উইকেটের পতন
ব্যক্তিগত ৩৮ রানে সাজঘরে ফিরলেন যশস্বী জয়সওয়াল। শতরানের গণ্ডি পার করেই দ্বিতীয় উইকেট হারাল ভারত। দ্রুত গততি রান বাড়ানোর লক্ষ্যে চার নম্বরে ঈশান কিষাণকে ব্যাট করতে নামানো হয়েছে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১০২/২।