Shubhman Gill: বিরাটও পারেননি.. দিল্লিতে শতরান হাঁকাতেই ক্যাপ্টেন গিলের নতুন রেকর্ড, সামনে শুধু গাওস্কর
IND vs WI: প্রথমে যশস্বী জয়সওয়ালের ১৭৫ রান ও পরে গিলের সেঞ্চুরির সুবাদেরই পাঁচশোর গণ্ডি পেরিয়ে যায় ভারত। গিল এমন একটি রেকর্ড গড়েছেন, যা বিরাট কোহলির ঝুলিতেও নেই।

আমদাবাদ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত। প্রথম টেস্টে ইনিংসে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনেও জয়ের গন্ধ ছড়িয়েছে ভারতীয় ড্রেসিংরুমে। ভারতের প্রথম ইনিংসে করা ৫১৮/৫ (ডিক্লেয়ার) এর জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ১৪০ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খুইয়ে ফেলেছে ক্যারিবিয়ান শিবির। ম্য়াচে দুরন্ত শতরান হাঁকিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। শুধু শতরান হাঁকানোই নয়, অরুণ জেটলি স্টেডিয়ামে রেকর্ডবুকেও নাম লিখিয়ে নিয়েছেন এই তরুণ ব্যাটার।
প্রথমে যশস্বী জয়সওয়ালের ১৭৫ রান ও পরে গিলের সেঞ্চুরির সুবাদেরই পাঁচশোর গণ্ডি পেরিয়ে যায় ভারত। গিল এমন একটি রেকর্ড গড়েছেন, যা বিরাট কোহলির ঝুলিতেও নেই। এদিনের সেঞ্চুরিটি গিলের টেস্ট কেরিয়ারে ১০ নম্বর সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে পঞ্চম শতরান। গত ইংল্যান্ড সফরেই প্রথমবার টেস্টে অধিনায়কত্ব পেয়েছিলেন। সেখানে পাঁচ ম্য়াচের সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। সেই ফর্মই ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও।
শুভমন নিজের টেস্ট কেরিয়ারে অধিনায়ক হিসেবে পাঁচ নম্বর সেঞ্চুরিটি হাঁকাতে সময় নিলেন ১২ ইনিংস। বিরাট তার থেকেও বেশি সময় নিয়েছিলেন। ভারতীয়দের মধ্যে একমাত্র গিলের আগে এক্ষেত্রে রয়েছেন সুনীল গাওস্কর। তিনি অধিনায়ক হিসেবে টেস্টে তাঁর পাঁচ নম্বর সেঞ্চুরিটি করতে সময় নিয়েছিলেন মাত্র ১০ ইনিংস। বিশ্ব ক্রিকেটে এই রেকর্ড যদিও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্য়ালেস্টার কুকের দখলে। তিনি ৯ ইনিংস সময় নিয়েছিলেন।
এদিনের শতরানের সঙ্গে সঙ্গে কেরিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি পূরণ করলেন ভারত অধিনায়ক। চলতি বছরেই পাঁচটি সেঞ্চুরি করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। এক ক্যালেন্ডার বর্ষে পাঁচটি টেস্ট সেঞ্চুরি ভারতের হয়ে এর আগে করেছিলেন বিরাট কোহলি। তিনি দুবার ২০১৩ ও ২০১৭ এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
গিল ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসাবে টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে পাঁচটি সেঞ্চুরি করলেন। অধিনায়ক হিসাবে গিলের টেস্টে ব্যাটিং গড় ৮৪.৮১। যা ব্র্যাডম্যানের (১০১.৫১) পর দ্বিতীয়। এদিন গিল ও জয়সওয়াল একসঙ্গে ক্রিজে এসেছিলেন। কিন্তু ভুল বোঝাবুঝিতে ছন্দে থাকা জয়সওয়াল রান আউট হয়ে যান। অর্ধশতরানের সুযোগ থাকলেও তা মিস করেন নীতীশ রেড্ডি ও ধ্রুব জুরেল। দুজনেই চালিয়ে খেলতে গিয়ে আউট হন। তবে সেঞ্চুরি পূরণ করেন গিল।




















