IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন পিচে খেলতে নামবে গিল বাহিনী? বৃষ্টি বাধ সাধবে খেলায়?
India vs West Indies Test Series: ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল প্রথম টেস্ট খেলতে নামবে। ইতিমধ্যেই এশিয়া কাপ খেলে দেশে ফেরার পর কোচ গম্ভীর ও টেস্ট দলে সুযোগ পাওয়া কুলদীপ যাদব আমদাবাদ চলে গিয়েছেন।

আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে সেখানে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে এসেছিল ভারতীয় দল। এরপরই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এশিয়া কাপ খেলতে নেমেছিল তারা। সেখানেও খেতাব জিতে এবার ফের টেস্ট ফর্ম্য়াটে ফিরছে দল। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামীকাল ২ অক্টোবর থেকে যা শুরু হতে চলেছে। প্রথম টেস্ট আমদাবাদে। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল থেকে প্রথম টেস্ট খেলতে নামবে। ইতিমধ্যেই এশিয়া কাপ খেলে দেশে ফেরার পর কোচ গম্ভীর ও টেস্ট দলে সুযোগ পাওয়া কুলদীপ যাদব আমদাবাদ চলে গিয়েছেন।
আমদাবাদের পিচ কেমন থাকছে?
এখানকার পিচ বরাবরই ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। প্রচুর রান আইপিএলে এই মাঠে উঠতে দেখা গিয়েছে। তবে লাল বলের ফর্ম্যাটে দীর্ঘদিন পরে খেলা হতে চলেছে। শুরুতে পিচ বেশ শক্তি ও ফ্ল্যাট থাকবে। তবে বোলারদের জন্য বাউন্সও থাকবে পিচে। সকালের দিকে বল ঘুরবে। ফলে পেসাররা সুবিধে পাবেন।
কেমন থাকবে আমদাবাদের আবওয়া
প্রথম দিনে বৃষ্টির হাল্কা সম্ভাবনা রয়েছে। তবে পরের দিনগুলো আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খেলার মাঝে।
ভারতীয় স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পড়িক্কল, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, নায়ারণ জগদীশন, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান, কেভলন অ্য়ান্ডারসন, অ্য়ালিক আথানেজ, জন ক্যাম্পেল, ট্যাগেনারাইন চন্দ্রপল, জাস্টিস গ্রেভস, শাই হোপ, তেভিন ইমলাচ, জেদিয়া ব্লেডস, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়েরি, জেডন সিলস
এদিকে, চোটের জন্য ছিটকে গিয়েছেন ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ। জেইডন সিলসের সঙ্গে শামার জোসেফের ফাস্ট জুটি ওয়েস্ট ইন্ডিজ় বোলিংয়ের বড় ভরসা। তবে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটের তরফে শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় শামার জোসেফের চোটের কথা জানানো হয়েছে। তাঁর পরিবর্তে আনক্যাপড জোহানকে লেনকে দলে ডাকা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে জানানো হয়, 'ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শামার জোসেফের বদলে জোহান লেনকে দলে পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে। চোটের কারণে জোসেফ এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে ওর পরিস্থিতি পুনরায় খতিয়ে দেখা হবে।'




















