India vs West Indies: ভারতীয় দলে বড় পরিবর্তন? দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে আপডেট দিলেন সহকারী কোচ
IND vs WI: আমদাবাদে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে কার্যত দাঁড়াতে দেয়নি ভারত (India vs West Indies)। ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ০-১ এগিয়ে গিয়েছে ভারত।

নয়াদিল্লি: আমদাবাদে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে কার্যত দাঁড়াতে দেয়নি ভারত (India vs West Indies)। ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ০-১ এগিয়ে গিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) (অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়। ১০-১৪ অক্টোবর হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্টেও জিতে সিরিজ জিততে মুখিয়ে থাকবে ভারতীয় দল।
দ্বিতীয় টেস্ট ম্যাচের একদিন আগেই ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়ে দিলেন, দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে এগারোজন খেলেছিলেন, সেই ক্রিকেটারেরাই খেলবেন দিল্লিতে দ্বিতীয় টেস্টে।
ভারতীয় শিবির থেকে এমন ঘোষণাও বেশ ব্যতিক্রমী। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল যেখানে ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করে দেওয়াটা অভ্যাসে পরিণত করেছে, ভারত সেখানে ম্যাচের দিন সকালেই জানায় একাদশ। যদিও বুধবার ভারতের সহকারী কোচ দুশখাতে জানিয়ে দিলেন, একই একাদশ নামানো হবে। তিনি এ-ও জানালেন যে, নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) পেসার অলরাউন্ডারের ভূমিকায় তৈরি করতে চাইছেন তাঁরা। বিদেশ সফরে বাড়তি পেসারের ভূমিকা যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে, সেটাও জানিয়ে দিয়েছেন দুশখাতে। সেই কারণে নীতীশকে তৈরি রাখছেন তাঁরা।
দুশখাতে বলেছেন, 'আমাদের একাদশ বদলের সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের এখন লক্ষ্য হল ভারতের জন্য একজন পেস বোলিং অলরাউন্ডার তৈরি করা। এটা কুব গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গেলে যেখানে এই ভূমিকায় কাউকে দরকার হবে। আমরা গত সপ্তাহে নীতীশকে ভালভাবে দেখতে পাইনি। তাই এই ম্যাচে ওকে আরও একটা সুযোগ দিয়ে দেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। দলের ভারসাম্য বদল করার ইচ্ছে নেই। আমরা মনে করি ও একজন দুর্দান্ত পেসার অলরাউন্ডার।'
নীতীশের ঢালাও প্রশংসা করেছেন দুশখাতে। বলেছেন, 'অস্ট্রেলিয়া সফরে আমরা দেখেছি ব্যাটার হিসাবে ও কী করতে পারে। ওকে নিশ্চিত করতে হবে বিদেশ সফরের মাঠে যাতে পর্যাপ্ত ম্যাচ পায়। এই ধরনের সিরিজে কিন্তু কম্বিনেশন ঝানিয়ে নেওয়ার মস্ত বড় সুযোগ।'
Focused faces 💪
— BCCI (@BCCI) October 8, 2025
📸📸 from #TeamIndia's training session in New Delhi ahead of the 2⃣nd #INDvWI Test!
@IDFCFIRSTBank pic.twitter.com/MEKhkTmgHv




















