Indian Cricket: সূর্যকুমার নয়, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের জার্সিতে নেতৃত্বে অভিষেক হচ্ছে কার?
Indian Cricket Team Captain: জিম্বাবোয়ে সফরের জন্য বেছে নেওয়া হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল হার্দিক পাণ্ড্য বা সূর্যকুমার যাদবের মধ্যে একজনকে।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) পরই জিম্বাবোয়ে (India vs Zimbabwe) সফরে উড়ে যাবে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু সেই দলের অধিনায়ক (Indian Cricket Team Captain) কে হবেন? এই প্রশ্নই এখন বারবার ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) অন্দরমহলেই। রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সরে দাঁড়াবেন এই ফর্ম্য়াট থেকে, এটা মোটামুটি নিশ্চিত। এই পরিস্থিতিত বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামও দেওয়া হতে পারে। তাঁদের বদলে তরুণ অনেক ক্রিকেটারকে জিম্বাবোয়ে সফরের জন্য বেছে নেওয়া হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) বা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মধ্যে একজনকে। কিন্তু শোনা যাচ্ছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম চাইছেন ২ জনই। সেক্ষেত্রে অন্য কাউকে অধিনায়ক হিসেবে পাঠানো হতে পারে।
জিম্বাবোয়ে সফরে সেক্ষেত্রে ভারতের অধিনায়ক হিসেবে যাঁর নাম সবার আগে উঠে আসছে, তিনি হলেন শুভমন গিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের ১৪ সদস্যের দলে না থাকলেও রিজার্ভে ছিলেন গিল। কিন্তু পরে যদিও তাঁকে ছেড়ে দেওয়া হয় দল থেকে। জিম্বাবোয়ে সফরে যে ভারতীয় দল যেতে পারে, সেই দলে গিল অবশ্যই সুযোগ পাবেন। সেক্ষেত্রে তিনিই হয়ত হবেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তাই অধিনায়কত্বের দৌড়েও এখন পাঞ্জাবের এই তরুণ ওপেনারই এগিয়ে আছেন।
এর আগে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। রাজ্য দলের অধিনায়ক হিসেবেও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে মাঠে নেমেছেন। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে গত মরশুমে মাঠে নেমেছিলেন। দল খুব এটা ভাল পারফর্ম করতে না পারলেও তরুণ গিলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেশ প্রশংসিত হয়েছে। তাই এবার সিনিয়র দলের অধিনায়ক হিসেবেও গিলের কথা নাকি ভাবা হচ্ছে জিম্বাবোয়ে সফরের জন্য।
এর আগে রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্য়, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবরা দায়িত্ব সামলেছিলেন টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের। হার্দিক ও সূর্য অধিনায়ক হিসেবে সাফল্যও পেয়েছেন। সূর্য তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্য়াওয়ে সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু বোর্ড সূত্রে জানানো হয়েছে বিরাট, রোহিত, বুমরাদের মত হার্দিক ও সূর্যও বিশ্রামে যেতে চাইছেন। তাই গিলকে পরখ করে এই সিরিজেও দেখে নিতে চাইবে নির্বাচকরা।