INDW vs SAW: চিন্নাস্বামীতে দুরন্ত থ্রিলার, দ্বিতীয় ওয়ান ডে-তেও ৪ রানে জয় ভারতের মেয়েদের
Indian Womens Cricket Team: অধিনায়কোচিত শতরান হাঁকানোর জন্য ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত কৌর। আগামী রবিবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে ২ দল।
বেঙ্গালুরু: ব্য়াট হাতে ম্য়ারাথন রান বোর্ডে তুলে কাজটা করে দিয়েছিলেন স্মৃতি,হরমনপ্রীতরা। বাকি কাজটা করার ছিল বোলারদের। যদিও তাঁদের কিছুটা বেগ পেতে হল। কিন্তু কথায় আছে না শেষ ভাল যার, সব ভাল তার। ভারতীয় মহিলা ক্রিকেট দলও যেন ঠিক সেটাই করল। রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ৪ রানে জয় ছিনিয়ে নিল ভারতের মেয়েরা। ৩২৬ রান তাড়া করতে নেমে ৩২১ রানের বেশি বোর্ডে তুলতে পারল না দক্ষিণ আফ্রিকা। অধিনায়কোচিত শতরান হাঁকানোর জন্য ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত কৌর। আগামী রবিবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে ২ দল। ইতিমধ্যেই আইসিসি চ্যাম্পিয়নশিপের তিন ম্য়াচের এই ওয়ান ডে সিরিজের ২টো ম্য়াচই জিতে গেল ভারত।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। ওপেনিংয়ে নেমেছিলেন স্মৃতি ও শেফালি। দুজনেই ছন্দে ব্যাটিং করছিলেন শুরু থেকে। প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে বুঝে খেলছিলেন। শেফালি নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরণ থেকে বেরিয়ে এসে কিছুটা থিতু হয়ে খেলার চেষ্টা করছিলেন। শেফালি ৩৮ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। যদিও স্মৃতিকে আটকাতে পারেননি প্রোটিয়া বোলিং বিভাগ। হেমলতা ২৪ রান করে ফিরে গেলেও ক্যাপ্টেন হরমনপ্রীত এসে সঙ্গ দেন স্মৃতিকে। দুজনে মিলে বোর্ডে ১৭১ রান যোগ করেন। স্মৃতি কিছুটা ধীরে সুস্থে খেললেও চালিয়ে খেলছিলেন হরমনপ্রীত। স্মৃতি ১৩৬ রান করে ফিরে গেলেও হরমনপ্রীতকে আউট করা যায়নি। বাংলার রিচা ১৩ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩ উইখেট হারিয়ে ৩২৫ রান করে ভারত।
রান তাড়া করতে নেমে প্রোটিয়া ক্যাপ্টেন ওলভার্ডাট ১৩৫ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্য়াচের রং বদলে দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি ১২টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। লোয়ার অর্ডারে মারিজানে কাপ ৯৪ বলে ১১৪ রানের ইনিংস খেলেন। ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। কিন্তু শেষ পর্যন্ত লড়াই জারি রেখেছিলেন দীপ্তি, পূজারা। দুজনেই ২টো করে উইকেট নেন। একটি উইকেট নেন স্মৃতিও। অরুন্ধতীও একটি উইকেট নেন। শেষ পর্যন্ত হাতে ৪ উইকেট থাকলেও ৩২১ রানের বেশি বোর্ডে তুলতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। ম্য়াচের সেরা নির্বাচিত হন হরমনপ্রীত কৌর।