ICC WC 2023: প্রকাশিত হল বিশ্বকাপের সূচি, প্রতিক্রিয়ায় কী বললেন ভারতীয় অধিনায়ক রোহিত?
Rohit Sharma: ১২ বছর আগে ভারতে শেষবার ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসেছিল। সেইবার কিন্তু টিম ইন্ডিয়াই খেতাব জিতেছিল।
মুম্বই: এ বছরের শেষের দিকে অক্টোবর, নভেম্বর মাসেই ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ICC World Cup 2023) বসতে চলেছে। সেই বিশ্বকাপের সূচি আজ, মঙ্গলবার, ২৭ জুনই সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ৫ অক্টোবর, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচের মাধ্যমে এ বারের বিশ্বকাপের সূচনা হবে। ভারতের প্রথম ম্যাচ চেন্নাইয়ের চিপকে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই নিজের প্রতিক্রিয়া দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
এক দশক আগে ভারতীয় দল শেষবার কোনও আইসিসি ট্রফি জিতেছিল। ভারতীয় সমর্থকরা আশা করবেন যে আসন্ন বিশ্বকাপেই সেই অপেক্ষার যেন অবসান ঘটে। ঘরের মাঠে শেষবার ২০১১ সালে টিম ইন্ডিয়াই কিন্তু বিশ্বখেতাব জিতেছিল। তাই স্বাভাবিকভাবেই রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের থেকে খেতাব জয়ের প্রত্যাশা থাকবেই। রোহিত আশা করছেন ঘরের মাঠে ভারতীয় দল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।
মুখিয়ে রোহিত
তিনি বলেন, 'ঘরের মাঠে বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে আছি। এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। ১২ বছর আগে এখানেই তো ভারতীয় দল খেতাব জিতেছিল এবং আমি জানি গোটা দেশের জনগণ আমাদের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। আমি নিশ্চিত এই বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ খেলার গতি অনেকটাই বেড়েছে এবং সব দলই অতীতের থেকে এখন অনেক বেশি ইতিবাচক ক্রিকেট খেলে। এটা কিন্তু গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্যই দারুণ সুখবর। আশা করা যায়, সকলেই এই বিশ্বকাপে বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকবেন। আমরা ভালভাবে প্রস্তুতি সেরে অক্টোবর, নভেম্বর মাসে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'
একঝলকে গ্রুপ পর্বে বিশ্বকাপে ভারতের সূচি:-
দিন | প্রতিপক্ষ | ভেনু |
৮ অক্টোবর ২০২৩ | অস্ট্রেলিয়া | চেন্নাই |
১১ অক্টোবর ২০২৩ | আফগানিস্তান | নয়াদিল্লি |
১৫ অক্টোবর ২০২৩ | পাকিস্তান | আমদাবাদ |
১৯ অক্টোবর | বাংলাদেশ | পুণে |
২২ অক্টোবর | নিউজিল্যান্ড | ধরমশালা |
২৯ অক্টোবর | ইংল্যান্ড | লখনউ |
২ নভেম্বর | কোয়ালিফায়ার- ২ | মুম্বই |
৫ নভেম্বর | দক্ষিণ আফ্রিকা | ইডেন গার্ডেন্স- কলকাতা |
১১ নভেম্বর | কোয়ালিফায়ার -- ১ | বেঙ্গালুরু |
ভারতের একটি ম্যাচ ছাড়াও ইডেনে পাকিস্তানের দু'টি ও বাংলাদেশের দু'টি ম্যাচ মিলিয়ে মোট পাঁচটি আয়োজিত হবে। বিশ্বকাপের একটি সেমিফাইনালও আয়োজিত হবে ক্রিকেটের নন্দন কাননে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?