Virat Kohli: হাতের নাগালে দুটো ঐতিহাসিক রেকর্ড গড়ার হাতছানি, তার আগেই কি অবসরে যাবেন কোহলি?
Virat Kohli Update: বিরাটই বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির মালিক। টেস্টে অবশ্য চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় দের মধ্যে। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় স্থানে আছেন রাহুল দ্রাবিড়।

মুম্বই: টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছেন বিরাট কোহলি। নিজেই বোর্ডের কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছেন কিং কোহলি। যদিও তাঁকে তাঁর সিদ্ধান্ত দ্বিতীয়বার ভেবে দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে। রোহিত শর্মা কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই পরিস্থিতিতে আচমকাই বিরাটও সরে দাঁড়ালে আসন্ন ইংল্যান্ড সফরে চাপ বাড়তে পারে ভারতীয় দলের। অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ নিয়ে ব্রিটিশ পেস অ্য়াটাককে সামলানো কঠিন হয়ে যেতে পারে।
যদিও বিরাট এখনও তাঁর সিদ্ধান্ত বদলানোর বিষয়ে কিছু ভেবেছেন কি না জানা নেই। তবে টেস্টে বিরাটের এমন দুটো রেকর্ড গড়ার সুযোগ রয়েছে একনও। যা ফেলে রেখেই কি অবসরে চলে যাবেন কিং কোহলি? - - - -
বিরাটই বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির মালিক। টেস্টে অবশ্য চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় দের মধ্যে। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় স্থানে আছেন রাহুল দ্রাবিড়। তাঁর ঝুলিতে ৩৬ সেঞ্চুরি। সুনীল গাওস্করের ঝুলিতে রয়েছে ৩৪ সেঞ্চুরি। অর্থাৎ ইংল্যান্ড সফরে ১০ ইনিংসে ৭টি সেঞ্চুরি করতে পারলে সচিনের পর টেস্টে ভারতীয়দের মধ্যে সেঞ্চুরির নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট।
বিরাটের ঝুলিতে টেস্টে সাতটি দ্বিশতরানের ইনিংস রয়েছে। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। সচিনের সেখানে সংখ্যাটা ৬। ডন ব্র্যাডম্য়ান তালিকায় সবার ওপরে ১২ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। তালিকায় দ্বিতীয় স্থানে সাঙ্গাকারা ১১টি দ্বিশতরান। ৯টি দ্বিশতরান রয়েছে ব্রায়ান লারার। ৭টি দ্বিশতরান হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড। এখানে নিজের দ্বিশতরানের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারবেন কোহলি।
এছাড়া টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করতে আর ৭৭০ রান দূরে আছেন কোহলি। একটা ভাল ইংল্যান্ড সফরই কিন্তু কোহলির সেই রেকর্ড পূরণ করে দিতে পারে। সেক্ষেত্রে তৃতীয় ভারতীয় ব্য়াটার হিসেবে এই নজির গড়বেন প্রাক্তন ভারত অধিনায়ক।
একাধিক রিপোর্ট অনুযায়ী হতাশাজনক বর্ডার-গাওস্কর ট্রফির সময়ই কোহলি সতীর্থদের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। এবার নাকি তিনি বিসিসিআইয়ের আধিকারিকদের কাছেও নিজের টেস্ট অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন। রিপোর্ট অন্তত এমনটাই বলছে। তবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসের সর্বোচ্চ স্কোরার, কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara) কিন্তু এই খবর কিছুতেই মানতে পারছেন। তাঁর মতে টেস্ট ক্রিকেটের কোহলিকে প্রয়োজন এবং কোহলিকে তাঁর মন বদলের জন্য বলাও হবে। লারা কোহলির অবসর প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'টেস্ট ক্রিকেটের বিরাটকে প্রয়োজন। ওকে এই বিষয়ে বোঝানো হবে। ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না। বিরাট কোহলি ওর বাকি টেস্ট ক্রিকেট কেরিয়ারে ৬০-র অধিক গড়ে রান করবে।'




















