BCCI: বোর্ডের বার্ষিক চুক্তিতে কী সর্বোচ্চ গ্রেড হারাতে চলেছেন রোহিত, বিরাট?
Rohit And Virat: বিতর্কের মুখে পড়ে বার্ষিক চুক্তি হারিয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু গত এক বছরে জাতীয় দলে তাঁর পারফরম্য়ান্স গ্রাফ ক্রমেই উুঁচু হয়েছে।

মুম্বই: ফ্রেব্রুয়ারি-মার্চের মধ্যেই বোর্ষের বার্ষিক চুক্তির গ্রেডেশন তালিকা সাধারণ প্রকাশ করে থাকে বিসিসিআই। এই বছর যদিও এই বিষয়ে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি বোর্ডের তরফে। যদিও শোনা যাচ্ছে আগামী দু-একদিনের মধ্যেই নতুন তালিকা প্রকাশ করা হবে। তবে এবারের নতুন গ্রেড তালিকায় কি বদল আসছে বড়সড়? বিরাট কোহলি ও রোহিত শর্মা কি সর্বোচ্চ গ্রেড হারাতে চলেছেন এবার?
এই মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা তিনজনই বিসিসিআইয়ের A+ গ্রেড তালিকাভূক্ত। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন ২ সিনিয়র ক্রিকেটার। সেক্ষেত্রে কি এই তিনজন শুধু দুটো ফর্ম্য়াট খেলেন বলে তাঁদের গ্রেডেশন স্তর নামিয়ে আনা হবে? সূত্রের খবর, তেমনটা হচ্ছে না।
স্পোর্টস তকের রিপোর্ট অনুযায়ী বিসিসিআই এই বিষয়ে কোনও বদল আপাতত আনতে চাইছে না। অর্থাৎ A+ গ্রেডে যাঁরা আছেন, অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা কেউই তাঁদের গ্রেডেশন হারাচ্ছেন না। সূত্রের খবর, প্লেয়ারদের চুক্তির তালিকা নাকি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আগামী এক-দুদিনের মধ্যেই জনসমক্ষে তা প্রকাশ করা হবে। আগামী ইংল্যান্ড সফরের পর থেকে নতুন চুক্তির মেয়াদ শুরু হবে।
বিতর্কের মুখে পড়ে বার্ষিক চুক্তি হারিয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু গত এক বছরে জাতীয় দলে তাঁর পারফরম্য়ান্স গ্রাফ ক্রমেই উুঁচু হয়েছে। যার ফলে ফের একবার চুক্তির আওতায় ফিরে আসতে চলেছেন এই ডানহাতি ব্যাটার। গত চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন শ্রেয়স। এছাড়াও ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে রান করে চলেছেন শ্রেয়স। তবে ঈশান কিষাণ আদৌ চুক্তির আওতায় ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ঈশানের ঘরোয়া ক্রিকেটে তেমন কোনও পারফরম্য়ান্স নেই সাম্প্রতিক অতীতে। তবে এই মুহূর্তে দুজনেই আইপিএলে খেলছেন। শ্রেয়স পাঞ্জাব কিংসের অধিনায়ক। ঈশান সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলছেন এবার।
উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে এই মুহূর্তে শুধু টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটেই খেলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২ জনেই চ্য়াম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। আগামী ইংল্যান্ড সফরের পর অবশ্য পারফরম্য়ান্সের বিচারে রোহিতকে আর আদৌ টেস্টে অধিনায়ক রাখা হবে কি না, তা নিয়ে ভাবা হতে পারে।
আরও পড়ুন: টস জিতলেন রাজস্থান অধিনায়ক স্যামসন, প্রথমে ব্যাটিং দিল্লি ক্যাপিটালসের




















