Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামে এখন, বাড়িতে নতুন সদস্য নিয়ে এলেন রোহিত
Rohit Sharma Update: আগেই একটি ল্যাম্বরগিনি উরস ছিল রোহিতের কাছে, জানা গিয়েছেন ড্রিস ইলেভেনে যে বিজয়ী হবেন, তাঁকে তাঁর পুরনো ল্যাম্বরগিনিটি দিয়ে দেবেন রোহিত।

মুম্বই: নতুন সদস্য বাড়িতে নিয়ে এলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরে তিনি। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটেই খেলতে দেখা যাবে হিটম্য়ানকে। এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্চেন হিটম্যান। এবার নতুন গাড়ি কিনলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারত অধিনায়ক। নিজের সংগ্রহে নতুন ল্যাম্বরগিনি উরস নিয়ে এলেন হিটম্য়ান। যদিও নিজের সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেননি রোহিত।
আগেই একটি ল্যাম্বরগিনি উরস ছিল রোহিতের কাছে, জানা গিয়েছেন ড্রিস ইলেভেনে যে বিজয়ী হবেন, তাঁকে তাঁর পুরনো ল্যাম্বরগিনিটি দিয়ে দেবেন রোহিত। নতুন যে গাড়িটি কিনেছেন রোহিত, তার বাজার দর প্রায় ৪.৫৭ কােটি টাকা।
ইংল্যান্ড সিরিজের আগেই নিজের ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসর প্রসঙ্গেও মুখে খুলেছিলেন রোহিত শর্মা। সিনিয়র ক্রীড়া সাংবাদিক বিমল কুমারকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্য়াটের অধিনায়ক হলেন, ''আমি যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলতে চাই। আমি শুরুতে একটু সময় নিই। কিন্তু প্রথম ১০ ওভারে আগে আগে যদি ৩০ বল খেলতাম, তখন মাত্র ১০ রান তুলতাম। কিন্তু আমি যদি ২০ বল খেলি, তবে তালিয়ে খেলে ৩০, ৩৫ অথবা ৪০ রান তোলার চেষ্টা করি। প্রথম ১০ ওভারে বোর্ডে ৮০ রান তুলে নেওয়াটাই লক্ষ্য থাকে।''
এরপরই টি-টােয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বলেন, ''এখন আমি অন্যভাবে খেলি। আগে নিজে বড় ইনিংস খেলাই লক্ষ্য থাকত। এখন সেভাবে ভাবলে হবে না। যেদিন আমি মনে করব যে আমি আর খেলা চালিয়ে যেতে পারছি না। যেদিন বুঝতে পারব যে আমার ইনিংস দলের কোনও প্রয়োজনে লাগছে না, সেদিন আমি খেলা বন্ধ করে দেব। এটাই আমার শেষ কথা। আমি জানি এখনও যা করছি, তাতে দলেরই উপকার হচ্ছে।''
কিংবদন্তি গাওস্করও সন্দেহ প্রকাশ করেছিলেন রোহিত ও বিরাটের ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলা নিয়ে। তিনি বলেছিলেন, ''সাদা বলের ফর্ম্যাটে দুজনেই দেশের সেরা ক্রিকেটার। দুর্দান্ত রেকর্ড ও পারফরম্য়ান্স তাঁদের ঝুলিতে। কিন্তু এক্ষেত্রে নির্বাচক কমিটিও ২০২৭ বিশ্বকাপের কথা ভাববে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আদৌ কি বিরাট ও রোহিত পারফৎ্ম করে যেতে পারবে? আমার মনে হয় নির্বাচক কমিটি পুরোটাই নজরে রাখবে।''




















