Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটের মঙ্গলের জন্যই কি এই শর্তগুলো বোর্ডের সামনে রেখেছিলেন গম্ভীর?
Gautam Gambhir: আইপিএলে মেন্টর হিসেবে দুর্দান্ত সাফল্য পেয়েছেন। কেকেআরের মেন্টর হয়ে এসে প্রথম বছরেই দলকে চ্যাম্পিয়ন করেছেন। এবার ভারতীয় ক্রিকেটেও কি গম্ভীর জমানার শুরু হবে?
মুম্বই: আর কিছুদিনের মধ্যেই হয়ত ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নতুন কােচের নাম ঘোষণা করা হবে। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) স্থলাভিষিক্ত কে হতে চলেছেন, তা জানা যাবে দ্রুতই। আপাতত যা খবর, মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছে যে গৌতম গম্ভীরই (Gautam Gambhir) হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী হেডকোচ। আগামীতে ভারতীয় ক্রিকেটের রোডম্য়াপ তৈরিতে তাঁর অবদানই সবচেয়ে বেশি থাকবে। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য বিসিসিআইয়ের কাছেও বেশ কয়েকটি শর্ত রেখেছিলেন। আপনি জানেন কি কী কী শর্ত রয়েছে সেখানে?
গম্ভীরের দেওয়া বিসিসিআইকে শর্তগুলো-
- ভারতীয় ক্রিকেট দলের ওপর পুরো নিয়ন্ত্রণ। তাঁর কাজে কেউ হস্তক্ষেপ করবেন না।
- নিজের ইচ্ছে অনুযায়ী সাপোর্ট স্টাফ বেছে নিতে পারবেন গম্ভীর। এই বিষয়েও কোচের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে সবার আগে।
- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পর্যন্ত সিনিয়র খেলোয়াড়দের জন্য শেষ সুযোগ হবে। তাঁদের পারফরম্য়ান্সের ওপর তাঁদের ভাগ্য নির্ধারণ করবে। যদি খারাপ পারফরম্য়ান্স হয়, সেক্ষেত্রে সেখানেই তাঁদের ইতি টানতে হবে। নিশ্চিতভাবে বিরাট, রোহিত, জাডেজার দিকেই যে নিশানা গম্ভীরের, তা বোঝাই যাচ্ছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্য়ন্সের ওপর নির্ভর করে ২০২৭ বিশ্বকাপের দল ও তার রোডম্য়াপ তৈরি করা হবে। তাই গম্ভীর পর্যাপ্ত সময় নিয়েই দল তৈরি করতে চান।
- প্রতিটি ফর্ম্য়াটে আলাদা আলাদা দল। প্রয়োজনে আলাদা আলাদা অধিনায়ক। সেক্ষেত্রে অন্তত টেস্ট ক্রিকেটের আলাদা ও সীমিত ওভারের ফর্ম্য়াটের জন্য আলাদা অধিনায়ক রাখা যেতে পারে। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টকেও প্রাধান্য দেওয়া। টেস্টেও নতুন খেলােয়াড়দের সুযোগ দিতে চান গম্ভীর।
- ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের রোডম্য়াপ তৈরি করা হবে গম্ভীরের কোচ হিসেবে পথ চলার শুরু থেকেই। খেলোয়াড়দের সঙ্গে ব্য়ক্তিগত সম্পর্ক, ভাবনা চিন্তার আদানপ্রদানও যত ভাল হবে, ততই দলের জন্য ভাল। সেই মতই প্লেয়ারদের গুরুত্ব দেওয়া হবে।
এই শর্তগুলো মানলেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে রাজি হয়েছেন গম্ভীর। আসলে অতীতে কোচ অধিনায়কের তিক্ততার সম্পর্কের অনেক উদাহরণ দেখা গিয়েছে। সেক্ষেত্রে দলের পারফরম্য়ান্সেও তার প্রভাব পড়েছে। যেমন বিরাট-কুম্বলের অম্ল মধুর সম্পর্কের কথা সবার জানা। সেই রকম পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয়, তাই আগে থেকেই এমন শর্ত দিয়ে রেখেছেন গম্ভীর। উল্লেখ্য়, ইতিমধ্যেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার মত সিনিয়র ক্রিকেটাররা টি-টােয়েন্টি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।