IND vs ENG: রুটদের দেশে যাওয়ার আগেই গম্ভীর বাহিনীকে সতর্ক করে দিলেন গিলদের প্রাক্তন ব্যাটিং কোচ
Vikram Rathour On IND vs ENG: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করছেন আসন্ন ইংল্যান্ড সিরিজ নিঃসন্দেহে গম্ভীর বাহিনীর জন্য খুব চ্যালেঞ্জিং হতে চলেছে।

মুম্বই: আইপিএল শেষ হলেই আন্তর্জাতিক ক্রিকেটের লড়াইয় নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Teamn)। আর শুরুতেই শক্তিশালী ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজে থাকবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের মত সিনিয়র ক্রিকেটাররা। একেবারে নতুন অধিনায়কের নেতৃত্বে তরুণ ভারতীয় দলই উড়ে যাবে ইংল্য়ান্ডে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করছেন আসন্ন ইংল্যান্ড সিরিজ নিঃসন্দেহে গম্ভীর বাহিনীর জন্য খুব চ্যালেঞ্জিং হতে চলেছে।
এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রাঠোর। চেন্নাই ম্য়াচ জয়ের পর রাজস্থানের সাংবাদিক বৈঠকে এসেছিলেন রাঠোর। সেখানেই তাঁকে আসন্ন ইংল্য়ান্ড সফর নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই রাঠোর বলেন, ''এটা সত্যি কথা বলতে ভারতীয় দলের জন্য খুবই কঠিন একটা সফর হতে চলেছে। সিনিয়র প্লেয়াররা সবাই সরে দাঁড়িয়েছে। ফলে এই সফরটা কোনওভাবেই সহজ হবে না টিম ইন্ডিয়ার জন্য। একটা পুরো তরুণ দল যাবে ইংল্যান্ডের মাটিতে। নতুন এক অধিনায়কের অধীনে খেলতে নামবে ভারত। এই সব বিষয়গুলোই কিছুটা চাপে রাখবে দলকে।''
বিরাট, রোহিত, অশ্বিন তিন ক্রিকেটারকেই বিশ্বমানের প্লেয়ার বললেন রাঠোর। তিনি বলছেন, ''তিনজন ক্রিকেটারের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। কিন্তু ওঁরা এখন সবই অবসর নিয়ে নিয়েছে। এটা পুরোটাই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি ওদের খুব কাছের। আমি ওদের আরও খেলা দেখতে চেয়েছিলাম এই ফর্ম্য়াটে নিঃসন্দেহে। কিন্তু ফের বলব এটা পুরোটাই ওদের নিজের নিজের সিদ্ধান্ত। আমার মনে হয় ওদের সিদ্ধান্তকে সম্মান জানানো প্রয়োজন আমাদের।''
এদিকে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ও হেড কোচ গৌতম গম্ভীর ভারতের টেস্ট দল এবং নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেন ২৪ মে, শনিবার। সেদিনই জানা যাবে, কে হতে চলেছেন রোহিত শর্মার উত্তরসূরি। এখনও পর্যন্ত যা খবর, তাতে দৌড়ে এগিয়ে শুভমন গিল। প্রথমে মনে করা হচ্ছিল যে, যশপ্রীত বুমরা হতে পারেন টেস্ট দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া সফরে পারথে টেস্ট জিতেছিল ভারত। তবে চোটপ্রবণ বুমরা টানা টেস্ট খেলার ধকল নিতে পারবেন কি না, তা নিয়েই রয়েছে সংশয়। যে কারণে তিনি নিজেই টেস্ট দলের নেতৃত্বের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: টস জিতে প্রথম ফিল্ডিং নিল দিল্লি, গুরুত্বপূর্ণ মুম্বই ম্য়াচে নেই অসুস্থ অক্ষর




















