Sourav Ganguly: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ১৭ বছর পর 'সেঞ্চুরি' মিসের আক্ষেপ সৌরভের গলায়
Sourav Ganguly Update: আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াট মিলিয়ে মোট ১৮৫৭৫ রান করেছেন সৌরভ। ৩১১ ওয়ান ডে ও ১১৩ টেস্ট ম্য়াচ খেলেছেন দেশের জার্সিতে।

কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩৮টি শতরানের মালিক তিনি। কিন্তু তাতেও সন্তুষ্ট নন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। দেশের জার্সিতে ২২ গজকে বিদায় জানানোর ১৭ বছর পর আক্ষেপের সুর শোনা গেল প্রিন্স অফ ক্যালকাটার মুখে। অনেকগুলো নিশ্চিত শতরান মিস করেছিলেন। যেই আক্ষেপ তাঁর সারাজীবন থেকে যাবে বলে মনে করেন সৌরভ।
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াট মিলিয়ে মোট ১৮৫৭৫ রান করেছেন সৌরভ। ৩১১ ওয়ান ডে ও ১১৩ টেস্ট ম্য়াচ খেলেছেন দেশের জার্সিতে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ''আমি অনেকগুলো নিশ্চিত শতরান মিস করেছিলাম। ৮০ ও ৯০ এর ঘরে অনেকবার আউট হয়েছি। নিশ্চিতভাবে বলতে গেলে ৩০ বার এমনটা হয়েছে। সেই শতরানগুলো মিস করার আক্ষেপ রয়েই গিয়েছে আমার।''
সৌরভ যদি সেই সেঞ্চুরিগুলো পূরণ করতে পারতেন, তবে তাঁর শতরানের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেত। প্রিন্স অফ ক্যালকাটা বলছেন, ''যখন বাড়িতে একা থাকি। যখন আমার স্ত্রী ডোনা থাকে না। তখন আমি নিজের পুরনো ব্যাটিংয়ের ভিডিওগুলো দেখি। ইউটিউব এভাবে অনেক ভিডিওতে দেখেছি যে আমি ৭০ রানে, ৮০ রানে বা ৯০ রানে আউট হয়ে গিয়েছি। সেগুলো শতরান করা উচিৎ ছিল আমার। যা আমি আর বদলাতে পারব না।'' আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্য়াটে ৭২টি অর্ধশতরান রয়েছে সৌরভের। টেস্টে সেই অর্ধশতরানের সংখ্যাটা ৩৫।
সাক্ষাৎকারে অনিল কুম্বলের প্রসঙ্গও উঠে আসে। বিশ্বের অন্য়তম সেরা লেগস্পিনারকে মাঝে মাঝেই দলের স্বার্থে তাঁকে একাদশের বাইরে রাখতে হয়েছে। যা নিয়ে কিছুটা আক্ষেপও রয়েছে সৌরভের। তিনি বলছেন, ''কুম্বলে দেশের তো অবশ্যই বিশ্বের অন্য়তম সেরা লেগস্পিনার। ওকে দলের প্রয়োজনে মাঝে মাঝেই একাদশের বাইরে রাখতে হত। ও অসাধারণ একজন।'' নিজের ক্রিকেট কেরিয়ারে অস্ট্রেলিয়াকে বিশ্বের সবচেয়ে বড় শত্রু বলে উল্লেখ করেছেন সৌরভ। গ্লেন ম্য়াকগ্রাকে তাঁর দেখা সবচেয়ে ভয়ঙ্কর বোলার মনে হয়েছে সৌরভের।
রোহিত-বিরাটকে নিয়ে সতর্কবার্তা সৌরভের
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও অবসর নেননি তাঁরা। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলার লক্ষ্য রয়েছে দুই অভিজ্ঞ তারকারই। তবে সৌরভের মতে কেবল একটা ফর্ম্যাট খেলায় ছন্দে থাকাটা দুই তারকার জন্যই কঠিন। বিশ্বকাপের বছরে রোহিতের বয়স ৪০-র গণ্ডি পার করে ফেলবেন, আর কোহলির বয়স হবে ৩৮। সৌরভ পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৭ সালে রোহিত ও বিরাটের বিশ্বকাপ খেলার প্রসঙ্গে বলেন, 'আমাদের সকলের এটা বোঝা জরুরি যে বাকি সবার মতোই ধীরে ধীরে ওরা খেলার থেকে দূরে সরে যাবে এবং খেলা ওদের থেকে সরে আসবে। বছরে মাত্র ১৫টা ম্যাচ খেলাটা সহজ হবে না।'




















