Ahmedabad Plane Crash: আমদাবাদে আতঙ্ক, কাঁদছে গোটা দেশ! ঝড় সামলে উঠুক স্বজন হারানো পরিবারগুলি, বললেন শিখর ধবন
air india crash: বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। ভয়ঙ্কর ঘটনার খবরে শোকস্তব্ধ গোটা দেশ।

নয়াদিল্লি: গুজরাতের রাজধানী আমদাবাদে এয়ার ইন্ডিয়ার (Ahmedabad Plane Crash) একটি বিমান ভেঙে পড়েছে। এই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। ভয়ঙ্কর ঘটনার খবরে শোকস্তব্ধ গোটা দেশ। চোখের জলে ভাসছে ভারত।
এই ঘটনায় শোকস্তব্ধ প্রাক্তন ক্রিকেটার শিখর ধবন। তাঁর প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে। ধবন বিমানে থাকা সকল যাত্রীর জন্য তাঁর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রয়াত সকলের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।
Thoughts with every soul impacted by the crash near Meghani. Wishing strength and prayers to their loved ones. 🙏
— Shikhar Dhawan (@SDhawan25) June 12, 2025
Congress MP & LoP Lok Sabha Rahul Gandhi says, "The Ahmedabad Air India crash is heartbreaking. The pain and anxiety the families of the passengers and crew must be feeling is unimaginable. My thoughts are with each one of them in this incredibly difficult moment. Urgent rescue… pic.twitter.com/h1Bajjkxdi
— ANI (@ANI) June 12, 2025
সোশ্যাল মিডিয়ায় ধবন লিখেছেন, 'মেঘনানির কাছে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের জন্য রইল সমবেদনা। তাঁদের স্বজন ও আত্মীয়রা মনের জোর পান, সেই প্রার্থনাই করছি।'
বৃহস্পতিবার এই ঘটনার জন্য তৈরি ছিলেন না কেউই। আমদাবাদে ভয়াবহ বিমান-বিপর্যয়। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। টেক অফের পরেই ভেঙে পড়ল আমদাবাদ থেকে লন্ডনগামী বিমান। বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় লন্ডনগামী ড্রিমলাইনার।
২৪২ জনকে নিয়ে ভেঙে পড়ল বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। জানা গিয়েছে, বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। এয়ার ইন্ডিয়ার বিমানে থাকায় ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা।
মেঘনানির কাছে সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ল বিমান, আহত ১৫ জন চিকিৎসকও। বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ারও মৃত্যুর আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন দুপুর ১.৩৯। আমদাবাদ বিমানবন্দরের ২৩ নং রানওয়ে থেকে টেক অফ করে এয়ার ইন্ডিয়ার বিমান। সেটি ভেঙে পড়ার আগে ATC-কে 'মে-ডে' বার্তা পাইলটের। ভেঙে পড়ার পর বিমানে বিধ্বংসী আগুন, পুড়ে খাক বহুতলও।
বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। সেই কারণেই বিস্ফোরণের ভয়াবহতা আরও বেড়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।




















