ICC Rankings: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতেই আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছল ভারত
Indian Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্য়াচ হারলেও ৪-১ সিরিজ় জিতে নেয় ভারত।
দুবাই: ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই। সিনিয়ারদের অনুপস্থিতিও সমস্যা তৈরি করতে পারেনি। ইংল্যান্ডকে ৪-১ উড়িয়ে দিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর ধর্মশালায় সিরিজ় জয়ের ঠিক পরেরদিনই আইসিসির তালিকায় (ICC Rankings) শীর্ষে পৌঁছে গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর দল হয়ে গেল ভারত।
ভারতীয় দলের দখলে বর্তমানে ১২২ পয়েন্ট রয়েছে। আর এক থেকে দুইয়ে নেমে আসা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। তালিকায় তিনে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের দখলে ১১১ রেটিং পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজয়ী অস্ট্রেলিয়ান দল বর্তমানে পড়শি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে মুখোমুখি হচ্ছে। এখন পর্যন্ত প্রথম টেস্ট জিতে সিরিজ়ে এগিয়ে রয়েছে তারা। সুযোগ রয়েছে নিউজ়িল্যান্ডকে চুমকাম করার। তবে দ্বিতীয় টেস্ট জিতলেও, অস্ট্রেলিয়া ব়্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বরে যেতে পারবে না। আপাতত শীর্ষে ভারতের থাকাই তাই নিশ্চিত।
ভারতীয় দল অবশ্য শুধু টেস্ট নয়, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাটেই বর্তমানে আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। ওয়ান ডেতে ভারতের দখলে রয়েছে ১২১ রেটিং পয়েন্ট। এই ফর্ম্যাটেও বর্তমানে দ্বিতীয় স্থানেই রয়েছে প্যাট কামিন্সে নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজ়িদের দখলে রয়েছে ১১৮ রেটিং পয়েন্ট। টি-টোয়েন্টিতে ভারতের রেটিং পয়েন্ট ২৬৬। ইংল্যান্ডের দখলে রয়েছে ২৫৬ পয়েন্ট।
ভারত এই প্রথমবার তিন ফর্ম্যাটের ব়্যাঙ্কিংয়ে একই সময়ে শীর্ষস্থান দখল করল এমনটা নয়। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত ছবিটা একই ছিল। কিন্তু রামধনুর দেশে দক্ষিণ আফ্রিকার ১-১ টেস্ট সিরিজ় ড্র করার পর ভারত লাল বলের ফর্ম্যাটে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল। ঘরের মাঠে পাকিস্তানকে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ে উড়িয়ে দেয় সেই স্থান দখল করে নিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত, শুধু তিন ফর্ম্যাটে আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষেই নয়, গত দুইবারের ফাইনালিস্ট ভারতীয় দল কিন্তু চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের পয়েন্ট তালিকাতেও শীর্ষে রয়েছে। ভারতের জয়ের শতকরা ৬৮.৫১।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ শ্রেয়স, ঈশানের ভবিষ্যৎ কী? আপডেট দিলেন ভারতীয় কোচ দ্রাবিড়