Gautam Gambhir: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও প্রস্তুত নয় ভারতীয় দল? কী বলছেন গম্ভীর?
T20 World Cup 2026: বোলিং বিভাগে কুড়ির ফর্ম্য়াটে দেশের সেরা প্লেয়ার অর্শদীপ সিংহকে বসিয়ে হর্ষিত রানাকেও খেলানো হয়েছে একের পর এক ম্য়াচে, যা নিয়ে সমালোচনাও হয়েছে।

কলকাতা: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আসর বসতে চলেছে ভারতের মাটিতে। তার আগে প্রতিটি সিরিজেই বিভিন্নভাবে দলে একাধিক পরিবর্তন করানো হচ্ছে। ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষা চলছে। বোলিং বিভাগে কুড়ির ফর্ম্য়াটে দেশের সেরা প্লেয়ার অর্শদীপ সিংহকে বসিয়ে হর্ষিত রানাকেও খেলানো হয়েছে একের পর এক ম্য়াচে, যা নিয়ে সমালোচনাও হয়েছে। এবার সবকিছু নিয়েই মুখ খুললেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের হেডকোচ বলছেন, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড গঠনের থেকে অনেক দূরে রয়েছে টিম ম্য়ানেজমেন্ট।
ভারতীয় দলের হেডকোচ বলছেন, ''আমাদের ড্রেসিংরুমে সবকিছুই ভীষণ ট্রান্সপারেন্ট। সততাই আসল। আমরা সেটিই মেনে চলার চেষ্টা করি। আমি মনে করি আমরা এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে লক্ষ্যে ঠিকমত এগোতে পারিনি। প্লেয়াররা সবাই নিজেরা সবই বুঝতে পারছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও তিন মাস বাকি। আমরা তা পুরোপুরি কাজে লাগাতে চাই।''
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানে মোট ১০টি ম্য়াচ খেলা হবে। যা থেকেই বিশ্বকাপের দল হয়ত চূড়ান্ত করে নেওয়া হবে।
খেলাোয়াড়দের থেকে কীভাবে নিজেদের সেরাটা নিয়ে আসছেন গম্ভীর? সেই ইস্যুতে প্রাক্তন ভারতীয় ওপেনার বলতেন, ''ক্রিকেটারদের কঠিন পরিস্থিতিতেই আসল খেলাটা বেরিয়ে আসে। শুভমন টেস্টে ক্যাপ্টেন হয়েছিল, তখন ওর সঙ্গে তাই-ই করেছিলাম। এভাবেই খেলােয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে হয়।''
এদিকে, আপাতত সামনে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ। দু ম্য়াচের সিরিজের প্রথম ম্য়াচ খেলা হবে ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচের চারদিন আগে, সোমবার রাতে কলকাতায় পৌঁছে গেলেন শুভমন গিল। সটান অস্ট্রেলিয়া থেকে। সঙ্গে ছিলেন আরও দুই ক্রিকেটার। ভারতের পেস বোলিং বিভাগের ব্রহ্মাস্ত্র যশপ্রীত বুমরা, স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এবং অবশ্যই গুরু গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ চলছিল ভারতের। রবিবার ব্রিসবেনে ছিল সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। সেই ম্যাচ বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। ওয়ান ডে সিরিজে পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়া সম্পন্ন হয় টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে। এবার প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াই।




















